সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে, বাস্তব কখনও কখনও সিনেমার গল্পকেও হার মানায়। বিষয়টা যে শুধুই কথার কথা নয়, একদম সত্যি তা বেশ বুঝিয়ে দিলেন সোশাল মিডিয়ায় ভাইরাল ‘ট্রু সাইয়ারা’। সম্প্রতি সোশাল মিডিয়াতে একটি ভিডিও ঘুরে ফিরেই চোখে পড়ছে। বৈদ্যুতিক খুঁটির উপর চড়ে বসেছেন এক যুবক। তাতেই ক্ষান্ত হচ্ছেন না তিনি। তাঁর হাতে রয়েছে একটি তার কাটার যন্ত্র। বিপদের তোয়াক্কা না করেই যুবক কেটে ফেলছেন একের পর এক বৈদ্যুতিক তার। কিন্তু জানেন কি ওই যুবকের গল্প! শুনলে কিন্তু অবাক হবেন।
জানা যাচ্ছে, ওই যুবকের সঙ্গে একটি মেয়ের ভালোবাসার সম্পর্ক রয়েছে। সম্প্রতি প্রেমিকার ফোন ব্যস্ত পান তিনি। তাতেই রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন আওয়ারা আশিক। তিনি একা কেন ওই যন্ত্রণা সহ্য করবেন! সারা গ্রামের মানুষকে কষ্ট দেবেন, এমনটাই মনস্থির করেন পাগল প্রেমিক। সেইমতো সোজা গিয়ে বৈদ্যুতিক খুঁটিতে উঠে পড়েন যুবক। একের পর এক বিদ্যুতের তার কাটতে শুরু করে সে। উদ্দেশ্য, গোটা গ্রামের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে গ্রামবাসীকেও নিজের যন্ত্রণার অংশীদার করা। জনৈক এক ব্যক্তি সেই বিরল মুহূর্তের সাক্ষী হন। বিশেষ ক্ষণটিকে ভিডিওবন্দি করতে ভোলননি তিনি। ভিডিওটি ভাইরাল হতে যে খুব বেশি সময় নেয়নি তা বলাই বাহুল্য।
View this post on Instagram
ভিডিওটি দেখার পর থেকেই হাসি থামছে না নেটদুনিয়ার। তারা এককথায় মানছেন, প্রেমিক অনেক দেখেছেন, কিন্তু এমন পাগল প্রেমিক কখনও দেখেননি। একজন তো আবার বলছেন, প্রেমে ব্যর্থ হয়ে কেউ কেউ হাতের শিরা কাটে। এই প্রেমিক তো গ্রামেরই শিরা কেটে ফেলেছে। কেউ কেউ আবার এই ভাইরাল প্রেমিককে বলছেন ‘ট্রু সাইয়ারা’। অবশ্য অনেকে যুবকের সমালোচনাও করছেন, একটু এদিক ওদিক হলে কী দুর্ঘটনা ঘটত তা ভেবে ভয় পাচ্ছেন তাঁরা। ওই যুবককে বেশি হিন্দি ছবি না দেখারও অনুরোধ করেছে নেটিজেনের একাংশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.