Advertisement
Advertisement
Bole Chudiyan

‘বোলে চুড়িয়া’ গানে কোমর দুলিয়ে নাচ ব্রিটিশ তরুণের, ভিডিওয়ে মজে নেটপাড়া

শুধু নাচলেনই না রীতিমত ভাঙা ভাঙা হিন্দিতে সুর করে গাইলেনও।

UK Worker was Singing Shah Rukh Khan, Kajol's Bole Chudiyan Is A Whole Mood
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:March 4, 2025 9:36 pm
  • Updated:March 4, 2025 9:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০১ সালে মুক্তি পেয়েছিল ‘কভি খুশি কভি গম’। এই ছবি শুধু বলিউড ব্লক ব্লাস্টারই নয় ঝড় তুলেছিল বিলেতেও। সুপারহিট প্রত্যেকটি গান। বিয়ের অনুষ্ঠান হোক বা যেকোনও পার্টি ‘কভি খুশি কভি গম’-এর গানের বাজবেই। ২৪ বছর পরও করণ জোহারের এই সিনেমা যে এখনও ততটাই জনপ্রিয় তার প্রমাণ মিলল ফের একবার। কাজ করতে করতে ‘বোলে চুড়িয়া’ গানে কোমর দোলালেন এক ব্রিটিশ তরুণ। শুধু নাচলেনই সুন্দর উচ্চারণ করে গাইলেনও। ইতিমধ্যেই নেট ভুবনে ঝড় তুলেছে এই ভিডিও।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, বাড়ি তৈরির কাজে ব্যস্ত ছিলেন ওই তরুণ। বাঁশের উপর দাঁড়িয়ে কাজ করছিলেন। ঠিক সেই সময় তাঁর কানে ভেসে আসে ‘বোলে চুড়িয়া’। স্পিকারে বাজছিল গানটি। ব্যাস, কাজ তখন মাথায় উঠেছে তরুণের। কোমর দুলিয়ে নাচতে শুরু করলেন তিনি। শুধু নাচলেনই না রীতিমত ভাঙা ভাঙা হিন্দিতে সুর করে গাইলেন। তাঁকে দেখেই মনে হচ্ছিল তিনি খুবই উপভোগ করছেন গানটি।

এই ভিডিওটি পোস্ট করেছেন সম্রাট অন্ধেরিওয়ালা নামে ভারতীয় বংশোদ্ভূত এক যুবক। তিনি বর্তমানে ব্রিটেনে থাকেন। তাঁর ক্যামেরার লেন্সেই বন্দি হয়েছে ওই ব্রিটিশ তরুণের নাচ। ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করতেই কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। অনেকেই ভিডিওর নিচে ভালোবাসার ইমোজি দিয়েছেন। কেউ কেউ লিখেছেন, এই ভিডিও থেকেই বোঝা গেল গান কোনও দেশ কোনও সীমানা মানে না।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement