Advertisement
Advertisement
US woman

প্রতারণার ফাঁদ ভেবে এড়িয়ে যাচ্ছিলেন, এক ফোনেই বদলে গেল বৃদ্ধার জীবন! জিতলেন ৮ কোটি

বিষয়টি ঠিক কী?

US woman wins 9 crore jackpot
Published by: Subhankar Patra
  • Posted:October 11, 2025 5:38 pm
  • Updated:October 11, 2025 5:44 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাগাতার ফোন আসছিল বৃদ্ধার কাছে। প্রতিবারই প্রতারণার কল ভেবে এড়িয়ে যাচ্ছিলেন মহিলা। কিন্তু একটি ফোন কল তাঁর জীবন বদলে দেবে তা ভাবতে পারেননি তিনি। একবার অনিইচ্ছা সত্ত্বেও ফোন ধরাতেই হতবাক মহিলা। তিনি লটারিতে এক মিলিয়ন মার্কিন ডলার জেতার সুযোগ পেয়েছেন। সেই প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি ভারতীয় মুদ্রায় ৮.৮ কোটি টাকা জিতেছেন।

Advertisement

ঘটনাটি মিশিগানের ওয়েস্টল্যান্ডের। ভ্যালেরি উইলিয়ামস নামের বছর ৬৫ বছরের এক মহিলা নিয়মিত লটারি কাটতেন। কিন্তু কোনও বারই তিনি অর্থ জেতেননি। সেই হতাশায় ও রাগে লটারি সংস্থার ফোনও ধরছিলেন না।

বৃদ্ধা এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, “লটারি সংস্থা থেকে আমার কাছে বারবার ফোন আসছিল। আমি স্ক্যাম হিসাবে তা এড়িয়ে গিয়েছি। দিনকয়েক আগে ফের একই সংস্থা থেকে ফোন আসায় ইচ্ছা না থাকলেও ফোনটি রিসিভ করি। তখন আমায় ওরা বলে আমি ১ মিলিয়ন টাকা জেতার প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য নির্বাচিত হয়েছি।” তারপরও মহিলা একথা বিশ্বাস করেননি। অন্য কর্তাদের সঙ্গে কথা বলে নিশ্চিত হন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সেখানেই তিনি জিতে নেন ভারতীয় মুদ্রায় ৮.৮ কোটি টাকা

১৯ সেপ্টেম্বর ডেট্রয়েটের কমেরিকা পার্কে তাঁকে লটারি সংস্থার পক্ষ থেকে একটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ডাকা হয়। মহিলা বলেন, “আমি প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর খুবই বিচলিত ছিলাম। তারপর দেখি আমার নাম সেখানে উঠেছে।” এই মোটা অঙ্কের টাকা তিনি কী করবেন জিজ্ঞাসা করা হলে বলেন, “আমি এখনও বিশ্বাস করতে পারছি না। কী করব জানি না। তবে আপাতত স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছি।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ