Advertisement
Advertisement
Sperm Donor

বত্রিশেই ৮৭ সন্তানের বাবা! বিশ্বের সব দেশে নিজের সন্তান চান এই যুবক

চলতি বছরেই ১০০ সন্তানের বাবা হতে চলেছেন যুবক।

USA Sperm Donor Plans To Have A "Child In Every Country"
Published by: Kishore Ghosh
  • Posted:January 16, 2025 5:32 pm
  • Updated:January 16, 2025 5:34 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্তানের বাবা-মা হতে কে না চায়! তবে আজকাল ফ্যামিলি প্ল্যানিংয়ের যুগে সবার একটি বা দুটি সন্তান। কিন্তু ৩২ বছরের যুবক কাইল জর্ডি ৮৭টি সন্তানের বাবা। শুনতে অবাস্তব মনে হলেও এটাই সত্যি। আরও চমকে দেওয়া কাণ্ড হল এই যুবক অবিবাহিত। এরপরেও জর্ডি স্বপ্ন দেখেন—বিশ্বের প্রত্যেক দেশে তাঁর সন্তান থাকবে। তাই বা কী করে সম্ভব?

Advertisement

সম্ভব। কারণ ক্যালিফোর্নিয়ার বাসিন্দা জর্ডি পেশায় একজন স্পার্ম ডোনার। চলতি বছরের শেষে ১০০ সন্তানের বাবা হতে চলেছেন এই যুবক। গর্ভধারণে সমস্যা থাকা মহিলাদের সাহায্য করেন তিনি। এর জন্য ‘বি প্রেগন্যান্ট’ নামের একটি ওয়েবসাইটও রয়েছে তাঁর। এভাবেই ৮৭ সন্তানের পিতা হয়েছেন। এই মুহূর্তে সুইডেন, নরওয়ে, ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের ১৪ জন নারীর গর্ভে জর্ডির ঔরসজাত সন্তান বড় হচ্ছে। এই কারণেই বছর শেষে শতসন্তানের পিতা হতে চলেছেন তিনি।

সম্প্রতি জর্ডি বলেছেন, “আমার ভালো লাগে, যখন দেখি কোনও নারী ভেবেছিলেন যে তিনি মা হতে পারবেন না, অথচ আমার সাহায্য পেয়ে সন্তানের জন্ম দিতে পেরেছেন।” গোটা বিশ্বে স্পার্ম ডোনার হিসেবে জনপ্রিয় জর্ডি জানান, ভবিষ্যতে আয়ারল্যান্ড, জাপান, কোরিয়ার মতো দেশে স্পার্ম ডোনেট করতে চান তিনি, যেখানে আগে করেননি। যোগ করেন, “কে জানে হয়তো ২০২৬ সালের মধ্যে বিশ্বের সমস্ত দেশে আমার সন্তান থাকবে!”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ