সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের আসরে মদ্যপান নতুন কথা না। তাই বলে নেশা করে কনেকেই চিনতে পারবে না বর! বাস্তবে তেমনটাই ঘটেছে উত্তরপ্রদেশের একটি বিয়েবাড়িতে। মদ্যপ বর মালাবদলের সময় ব্যাপক গোলমাল পাকায়। ভুল করে কনের বদলে তাঁর বন্ধুর গলায় মালা পরালেন। এই ঘটনায় রেগে আগুন কনে বিয়ে বাতিল করে দিলেন। এমনকী পত্রপাঠ মদ্যপ বর-সহ বরযাত্রীদের বাড়িছাড়া করেন।
ঘটনাটি উত্তরপ্রদেশের বরেলির কিওলদিয়ার। শনিবার বিয়ে ছিল বছর ছাব্বিশের রবীন্দ্র কুমারের। সকাল থেকে সব কিছু ঠিক ছিল। বিয়েবাড়িতে বরকে স্বাগত জানাতে অপেক্ষা করছিল কনেপক্ষ। নির্দিষ্ট সময় বরবেশে মেয়ের বাড়িতে পৌঁছন রবীন্দ্র। যদিও তিনি মত্ত অবস্থায় বিয়ের আসরে পৌঁছন বলেই অভিযোগ। এর পর মালা বদলের সময় বিরাট গোলমাল পাকান তিনি। কনের গলায় মালা পরানোর বদলে পাশে দাঁড়ানো তাঁর বন্ধুর গলায় মালা দেন। এই ঘটনায় বিয়েবাড়িতে শোরগোল শুরু হলে ভুল শুধরাতে তরুণীর পাশে দাঁড়ানো এক ব্যক্তির গলায় মালা পরান টলমল বর। এতেও না থেমে শেষকালে বয়স্ক এক ব্যক্তির গলায় মালা পরান রবীন্দ্র কুমার নামের ওই যুবক।
बरेली-नशे में धुत दूल्हे ने दोस्त के गले में डाली वरमाला, दूल्हे को नशे में देखकर दुल्हन ने शादी से किया इनकार
दुल्हन के इनकार के बाद परिजनों ने की शिकायत, दूल्हा उसके पिता और 3 दोस्तों का किया चालान
पुलिस ने 5 लोगों का शांतिभंग में किया चालान, पीलीभीत के बरखेड़ा से क्योलड़िया…
— भारत समाचार | Bharat Samachar (@bstvlive)
এমন ঘটনায় রেগে আগুন হন কনে, ২১ বছরের রাধা বর্মা। বিয়ের আসরেই বরের গলায় সপাটে চড় কষান তিনি। ওই মুহূর্তে বিয়ে ভেঙে দেন তিনি। তরুণীর ভাই ওমকার বর্মা জানান, পণ দেওয়া হলেও তাতে খুশি ছিল না বরের পরিবার। রবীন্দ্র পেশায় ট্রাক ড্রাইভার, কিন্তু বলা হয়েছিল সে কৃষক। ১০ লক্ষ টাকা খরচ হয়েছে বিয়েতে। তার পর মদ্যপ অবস্থায় বিয়ে করতে আসেন রবীন্দ্র। কুলারিয়া থানায় অভিযোগ দায়ের হলে বরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.