Advertisement
Advertisement
Uttar Pradesh

বিয়ে করেও মন পড়ে প্রেমিকের কাছে! যোগীরাজ্যে স্ত্রীর দ্বিতীয় বিয়ে দিলেন স্বামী

আচার মেনে কনে বিদায়ও করলেন স্বামী!

Uttar Pradesh man arranges wife's marriage with her lover at Amethi Temple
Published by: Kishore Ghosh
  • Posted:September 15, 2025 5:17 pm
  • Updated:September 15, 2025 5:17 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরকীয়া হোক কিংবা পুরনো প্রেমের ক্ষেত্রে আত্মহত্যা কিংবা খুনের মতো খারাপ ঘটনা সামনে আসে বেশি। এক্ষেত্রে স্ত্রীর প্রেমের কথা জানার পর ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিলেন যুবক। স্থানীয় মন্দিরে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী। রীতি মেনে বিদায় অনুষ্ঠানও করলেন উত্তরপ্রদেশের আমেঠির বাসিন্দা যুবক।

Advertisement

চলতি বছরের ২ মার্চ বিয়ে হয়েছিল উত্তরপ্রদেশের কামরৌলি থানার বাসিন্দা শিবশঙ্কর এবং রানিগঞ্জের উমার। অর্থাৎ কিনা মোটে মাস ছয়েক বয়স হয়েছে সম্পর্কের। এটুকু সময়েই শিবশঙ্কর ঠিক করে ফেলেন, স্ত্রীকে নতুন করে বিয়ে দেবেন তিনি। কিন্তু কেন? তিনি জানান, বিয়ের পর থেকেই বিশাল নামে এক যুবকের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতেন স্ত্রী। রাত জেগেও কথা বলতেন তাঁরা। শুরুর দিকে সম্পর্ক থেকে সরে আসতে অনুরোধ করেছিলেন শিবশঙ্কর। যদিও স্ত্রী সাফ জানিয়ে দেন, বিশাল তাঁর প্রেমিক এবং তাঁকে ভুলতে পারবেন না।

এই অবস্থায় দাম্পত্যকলহ দীর্ঘ না করে কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেন শিবশঙ্কর। স্ত্রীর ইচ্ছা অনুযায়ী প্রেমিকের সঙ্গেই তাঁর বিয়ে দেবেন বলে স্থীর করেন তিনি। যেমন ভাবা তেমনি কাজ। রবিবার সন্ধ্যায় অমেঠীর শিল্পাঞ্চল এলাকায় আদিত্য বিড়়লা মন্দিরে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দেন যুবক। সাতপাক থেকে মালাবদল, বিয়ের যাবতীয় উপাচার পালিত হয়। বিয়ের পরে কনের বাড়িতে যেমন মেয়েকে বিদায় জানানোর রীতি পালিত হয়, তেমনই স্ত্রীকে বিদায় দেন তাঁর প্রথম স্বামী। মন্দিরে উপস্থিত অন্যান্য দর্শনার্থী এবং ভক্ত এই বিয়ে দেখে অবাক হয়ে গিয়েছেন। শিবশঙ্কর অবশ্য বলছেন, ঘরে ঝামেলা পুষে লাভ কী!

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ