Advertisement
Advertisement

Breaking News

Uttar Pradesh

বিয়ের আসরে পাত্রী বদল, কনের বেশে হবু শাশুড়ি! ছাঁদনাতলা ছেড়ে পালালেন বর

ঠিক কী ঘটেছিল?

Uttar Pradesh man seeing brides mother dressed as bride at wedding
Published by: Kishore Ghosh
  • Posted:April 19, 2025 8:17 pm
  • Updated:April 19, 2025 9:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাত্রীর বদলে কনের বেশে হবু শাশুড়ি! ছাঁদনাতলায় হবু স্ত্রীর ঘোমটা তুলে হতবাক হলেন যুবক! ভাগ্যিশ মৌলবি বিয়ের সময় মুখে পাত্রীর নাম উচ্চারণ করেছিলেন, তখনই ঘোমটা তুলে দেখেন বর! তাতেই পর্দাফাঁস হয়ে যায়। এমন কাণ্ডে থানা-পুলিশ হয়েছে উত্তরপ্রদেশের মিরাটে। ঠিক কী ঘটেছিল?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২২ বছরের যুবকের নাম মহম্মদ আজিম। তিনি মিরাটের ব্রহ্মপুরীর বাসিন্দা। গত ৩১ মার্চ আজিমের ভাই নাদিম বিয়ের প্রস্তাব নিয়ে আসেন। পাত্রী ২১ বছরের মানতাশা। বাড়ি কাঁকেরখেরার ফজলপুরে। সেখানেই গত সপ্তাহে ফুরফুরে মেজাজে বিয়ে করতে গিয়েছিলেন যুবক। কিন্তু কনের নাম বলতেই আঁতকে ওঠেন আজিম। তড়িঘড়ি ঘোমটা তুলে দেখেন মানতাশার বদলে বধূবেশে তাঁর মা, অর্থাৎ কিনা আজিমের হবু শাশুড়ি তাহিরা।

স্বভাবতই এমন ঘটনায় বেজায় চটেন আজিম এবং তাঁর বাড়ির লোকেরা। বিষয়টি বোঝার সঙ্গে সঙ্গে এই বিয়েতে আপত্তি করা হয়। আজিম জানিয়ে দেন, এই কনেকে বিয়ে করতে পারবেন না। এরপর দুপক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। মধ্যস্ততাকারী নাদিমের তুমুল বচসা হয় বরপক্ষের। তিনি হুমকি দেন, বিয়ে না করলে মিথ্যা ধর্ষণ মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে। এক সময় বিয়ের আসর ছেড়ে পালান আজিম। হপ্তা খানেক বাদে থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। মিরাটের এসএসপি বিপিন তাদা জানান, প্রতারণার অভিযোগ উঠেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement