সংবাদ প্রতিদিন ডিজিটাল: কথায় বলে, প্রেম ও যুদ্ধে জেতার জন্য সব করা যায়। ‘শোলে’ ছবিতে বাসন্তীকে বিয়ে করতে চেয়ে জলের ট্যাঙ্কে চড়ে বসেছিলেন বীরু। যতক্ষণ না মাসি বাসন্তীকে বিয়ের অনুমতি দিচ্ছে, ট্যাঙ্ক থেকে নামতে নারাজ সে। এই দৃশ্য বোধহয় কোনওদিন ভোলার নয়। যদিও বিয়ে করার দাবিতে কনৌজের যুবক রাজ সাক্সেনা যে হাইভোল্টেজ নাটক করলেন, তার কাছে বোধহয় ‘শোলে’র ওই চিরস্মরণীয় দৃশ্যও ম্লান হয়ে যায়। এক শ্যালিকার পর অন্যকেও বিয়ে করতে চেয়ে বিদ্যুতের টাওয়ারে উঠে পড়লেন তিনি। এখানেই শেষ নয় রাজের কীর্তি। তাঁর গল্প শুনলে চোখ কিন্তু কপালে উঠবে!
জানা যাচ্ছে, ২০২১ সালে বিয়ে করেন রাজ সাক্সেনা। অসুস্থতার কারণে স্ত্রী মারা গেলে নিজের এক শ্যালিকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এই পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু তারপরই শুরু হয় পেয়ার মে নয়া টুইস্ট। বছর খানেকের মধ্যেই অন্য শ্যালিকারও প্রেমে পড়েন রাজ। জামাইবাবুকে ভালোবেসে ফেলেন শ্যালিকাও। বৃহস্পতিবার স্ত্রীকে তাঁর বোনের প্রতি প্রণয়-গাঁথা জানিয়ে বিয়ের প্রস্তাব দেন রাজ। স্বাভাবিক ভাবেই প্রস্তাবে আপত্তি জানান যুবকের স্ত্রী। দু’জনে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। এরপরই সোজা বৈদ্যুতিক টাওয়ারের মাথায় চড়ে বসেন যুবক। চিৎকার করে সকলকে নিজের ইচ্ছের কথা জানিয়ে দেন। মুহূর্তেই ভিড় জমান এলাকাবাসী, এসে পৌঁছয় পুলিশও।
প্রায় সাত ঘণ্টা ধরে চলে এই হাইভোল্টেজ ড্রামা। শেষমেশ যুবককে নিচে নামাতে তাঁর প্রস্তাবে সম্মতি দেন সকলে। যদিও স্ত্রীর বোনের সঙ্গে এখনও চারহাত এক হয়েছে কিনা, তা জানা যায়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.