Advertisement
Advertisement
Vadodara

দুটো ফুচকা কম পেয়ে রাস্তা অবরোধ মহিলার! অবাক কাণ্ড বরোদায়

ওই মহিলা দাবি করেন পুলিশের উচিত ওই বিক্রেতাকে আরও দুটি ফুচকা দিতে বাধ্য করা।

Vadodara woman sit in proset stop car for getting less panipuri
Published by: Anustup Roy Barman
  • Posted:September 19, 2025 8:27 pm
  • Updated:September 19, 2025 8:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রোজ কত কী ঘটে যাহা তাহা’… কিছু কিছু সত্যিই ঘটে যায়। নেটপাড়ায় ভাইরাল হয়েছে তেমনই এক ভিডিও। দাবি, বরোদায় নাকি এক আজব কাণ্ড ঘটেছে। কোনও বৃষ্টি বা রাজনৈতিক মিছিল নয়, এবার রাস্তা বন্ধ হয়েছে ফুচকার কারণে! কম ফুচকা পেয়ে নাকি পথেই বসে পড়েন এক মহিলা। আর তা থেকেই গোলমালের সূত্রপাত। 

Advertisement

নেটদুনিয়ায় ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে বরোদার সুরসাগর লেক এলাকায় রাস্তা আটকে বসে পরেছেন এক মহিলা। রাস্তায় বসেই কান্নাকাটি জুড়ে দিয়েছেন তিনি। বন্ধ গাড়ি চলাচল, ভিড় জমেছে রাস্তাজুড়ে। কিন্তু কেন? কান্নার মাঝেই যা বললেন তাতে মাথায় হাত ভিড়ের। ওই মহিলার দাবি, ফুচকা বিক্রেতা তাঁকে ঠকিয়েছে। ২০ টাকার বিনিময়ে তাঁর ছটি ফুচকা পাওয়ার কথা। কিন্তু বিক্রেতা তাঁকে মাত্র চারটি ফুচকা দিয়েছেন। এতেই ক্ষুব্ধ হয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন তিনি।

দ্রুতগতিতে চলতে থাকা গাড়ি উপেক্ষা করে বেশি কিছুক্ষণ ওই মহিলা চালিয়ে যান অবস্থা বিক্ষোভ। শত চেষ্টার বিরুদ্ধে তাঁর একটাই দাবি, ব্যবসা করতে হবে ন্যায্যভাবে। তাঁর সাফ কথা, ‘আরও দুটি ফুচকা’ না পেলে তিনি রাস্তা ছাড়বেন না। 

খবর পেয়ে দ্রুত এলাকায় আসে পুলিশ। তাঁকে রাস্তা থেকে তুলে দেওয়ার চেষ্টা আরও বাড়ে নাটক। কান্নায় ভেঙে পড়েন ওই মহিলা। দাবি করেন, প্রসাশনের উচিত ওই বিক্রেতাকে ন্যায্যভাবে ব্যবসা করতে, অর্থাৎ ২০ টাকায় ছটি ফুচকা দিতে বাধ্য করা।

এই ফুচকা-কাণ্ডের জেরে বেশ কয়েক ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। জানা গিয়েছে পুলিশ জোর করে ওই মহিলাকে রাস্তা থেকে তুলে নিয়ে যায়। যদিও, ওই মহিলার দাবি পুরণ হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement