ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথা বলে, জলে কুমির, ডাঙায় বাঘ। অর্থাৎ এরাই ভয়ের প্রতীক। নৌকাবিহারে দূর থেকে কুমির দর্শন হলেই বুকের ভিতরটা ছ্যাঁত করে ওঠে। ভাবুন তো, যদি মাঝ নদীতে শয়ে শয়ে কুমির তাড়া করে আপনাকে, তাহলে? এমনই এক ঘটনার ভিডিও প্রকাশ্যে এল। যা দেখে শিউরে উঠছে নেটিজেনরা।
কুমির কতখানি ভয়ংকর, তা আর নতুন করে বলার প্রয়োজন নেই। একটি আপনার শরীরের কোনও অংশ বাগে পেলে আর রক্ষে নেই। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, নদীর বুক চিড়ে এগিয়ে যাচ্ছে একটি ছোট বোট। আর সেই বোটকে ধাওয়া করেছে প্রচুর কুমির। ৩৯ সেকেন্ডের সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। এমন পরিস্থিতিতে যে কোনও কুমির বিশেষজ্ঞও ভয় পেয়ে যাবেন। যদিও বোটে যে ব্যক্তি ছিলেন, তাঁর কোনও ক্ষতি হয়েছে কি না জানা যায়নি।
A terrifying boat pass through a river
— CCTV IDIOTS (@cctvidiots)
ভিডিওটি ঠিক কতখানি পুরনো এবং কোন জায়গার ভিডিও, তা স্পষ্ট হয়নি। তবে এহেন ভিডিও নেটদুনিয়ায় রীতিমতো আলোচনার বিষয় হয়ে উঠেছে। অনেকেই বলছেন, যদি ওই ব্যক্তি এই অবস্থা থেকে বেঁচে ফিরে আসতে পেরেছেন, তাহলে নিঃসন্দেহে তিনি ভাগ্যবান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.