সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমা আর সোশ্যাল মিডিয়ার মহিমা অপার! তাই তো সিনেমার পর্দায় দেখা কাণ্ডকীর্তির বাস্তব-সিদ্ধি করতে গিয়ে গোত্তা খেতে হয় আমজনতাদের। এবার থ্রি ইডিয়ট স্টাইলে জনৈক তরুণীকে দেখা গেল দিল্লির রাস্তায়। কনে সাজেই স্কুটি চালিয়ে ছাতনাতলার উদ্দেশে ছুটছিলেন তিনি। তবে পথে পুলিশের সঙ্গে দেখা হতেই বিপাকে! গুনতে হল কড়কড়ে নোট।
দেশে ট্রাফিক আইন ভাঙার ঘটনা নতুন নয়! তবে কনে সাজে তরুণীর এমন কাণ্ড দেখে হতবাক পুলিশ। ভিডিও ভাইরাল হতে ফোড়ন কাটল নেটপাড়াও। কী দেখা গেল ওই ভিডিওয়, যা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া?
পরনে লেহেঙ্গা, গয়না। সেজেগুজে হেলমেট ছাড়াই রাস্তায় স্কুটি চালাচ্ছেন ওই মহিলা। আর সেই ঘটনার রিল-ও ক্যামেরাবন্দী হচ্ছিল। পুলিশের নজর এড়ায়নি এই ঘটনা। অতঃপর ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে ওই কনের কাছ থেকে গুনেগুনে ৬ হাজার টাকার চালান কাটল দিল্লি পুলিশ। এই তরুণীর কর্মকাণ্ড ভাইরাল করতেও পিছপা হননি তাঁরা।
Going ‘Vaari Vaari Jaaun’ on the road for a REEL makes your safety a REAL WORRY!
Please do not indulge in acts of BEWAKOOFIYAN! Drive safe.
— Delhi Police (@DelhiPolice)
দিল্লি পুলিশের টুইটার অ্যাকাউন্ট থেকে সেই ভিডিও শেয়ার করে সচেতনতার বার্তাও দেওয়া হয়েছে- “রিলের জন্য হেলমেট না পরে স্কুটি চালানো, আপনার সুরক্ষা বিঘ্নিত করতে পারে। দয়া করে এইধরণের মুর্খামি করবেন না। সাবধানে গাড়ি চালান।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.