সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভালো মানুষির দিন নেই! চুরি করতে এসে বাড়ির সমস্ত কাজকর্ম সেরেও লাভ হল না। গৃহকর্মে সাহায্য করেও ২২ মাস শ্রীঘরে কাটানোর সাজা পেলেন চোরবাবাজি। ওয়েলশের অভিনব এই চুরির ঘটনা প্রকাশ্যে এনেছে বিবিসি। যা শুনে হতবাক সকলেই। এমনকী পুলিশ, আদালতও।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েলশের কাউন্টি মনমাউথশায়ারে গত জুলাই মাসে অদ্ভুত চুরির ঘটনাটি ঘটেছে। এক মহিলার বাড়িতে চুরির উদ্দেশ্যে হানা দেন অভিযুক্ত ড্যামিয়ান ওয়াজনিলোভিজ। রান্নাঘরে ঢুকে খাবার রান্না করে বাসনপত্র মেজে, ধুয়ে রেখে যান, ঘরে থাকা ভেজা জামাকাপড় সযত্নে মেলে রেখে যান ওই ব্যক্তি। মহিলার বাড়িতে পড়ে থাকা সামগ্রী গুছিয়ে ফ্রিজ়ে তুলে দেন ড্যামিয়ান। এমনকী কাজ শেষ করার পর গৃহকর্ত্রীর জন্য একটি উদ্ভট নোটও লিখে রেখে যান ড্যামিয়ান।
বাড়ি ফিরে আজব কাণ্ড দেখে চমকে যান গৃহকর্ত্রী মহিলা। তিনি দেখেন তাঁর জুতো জোড়া সযত্নে তুলে রাখা হয়েছে। পাখিদের খাবার দেওয়া হয়েছে। সব দেখে শুনে রীতিমতো ভয় পেয়ে যান বাড়ির মহিলা। ভূতুড়ে কাণ্ড ভেবে তিনি বাড়িতে থাকতেও ভয় পাচ্ছিলেন। যদিও ‘ভালো’ চোরকে রক্ষে দিল না আইন। ২২ মাসের কারাবাস কপালে জুটল চোরের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.