Advertisement
Advertisement
Bengaluru

একরত্তি সন্তানকে কোলে নিয়েই অটো চালান! নেটদুনিয়ায় ভাইরাল বেঙ্গালুরুর ‘সুপারড্যাড’

জীবিকা ও সন্তানের প্রতি তাঁর এই দায়িত্ববোধকে কুর্নিশ জানাচ্ছেন নেটিজেনরা।

Viral Video: baby-in-one-arm-wheel-in-the-other-bengaluru-auto-driver-cradles-infant-while-driving
Published by: Rakes Kanjilal
  • Posted:September 7, 2025 4:42 pm
  • Updated:September 7, 2025 4:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একহাতে একরত্তি সন্তান, অন্য হাতে অটোর ‘সাবধানী’ স্টিয়ারিং। সোশাল মিডিয়ায় স্ক্রল করার সময় এমন ভিডিও আপনার চোখে পড়েছে কি? হ্যাঁ, ঠিকই ধরেছেন। বেঙ্গালুরুর সেই অটোচালকের কথাই বলছি। যিনি খুদে কন্যাসন্তানকে নিয়ে এভাবেই রোজকার জীবনযুদ্ধে অসম লড়াই চালিয়ে যাচ্ছেন। ঘটনাটি চোখে পড়তেই স্মার্টফোনের ক্যামেরায় তা ভিডিওবন্দি করেন জনৈক পথচারী। সোশাল মিডিয়ায় পোস্ট করতেই ভিডিওটি ভাইরাল। হু হু করে ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ার পাতায় পাতায়।

Advertisement

সম্প্রতি বেঙ্গালুরুর অটোচালকের ভিডিওটি আরও একবার চর্চায় উঠে এসেছে ভারচুয়াল দুনিয়ায়। ইতিমধ্যেই ৬ লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন অটোচালকের জীবনযুদ্ধের সেই ভিডিও। ৭০ হাজার নেটানাগরিক ভিডিওটি পছন্দও করেছেন। ভিডিওর পাশাপাশি নেটদুনিয়ার নজর কেড়েছে ছোট্ট ক্যাপশনটিও। যেখানে লেখা, ‘রোজগারের জন্য তিনি অটো চালান, সঙ্গে বয়ে বেড়াচ্ছেন নিজের বেঁচে থাকার উদ্দেশ্যকে।’ অটোচালকের জীবিকা ও সন্তানের প্রতি এই দায়িত্ববোধকে কুর্নিশ জানিয়ে নেটিজেনরা তাঁকে ‘সুপারড্যাড’ তকমা দিয়েছেন।

সোশাল মিডিয়ায় বহু মানুষ ভিডিওটি দেখে প্রবল আবেগতাড়িত হয়ে পড়েছেন। ভালোবাসার ইমোজিতে ভরে গিয়েছে ভিডিওর কমেন্টবক্স। পরিবারের জন্য একজন পিতার এই লড়াই সফল হোক, এই শুভেচ্ছা জানিয়েছেন সবাই। নেটিজেনদের একাংশ আবার বলছে, একজন পুরুষই বোধহয় পরিবারের জন্য এমন ত্যাগ স্বীকার করতে পারেন। কেউ কেউ আবার এই অটোচালকের লড়াইয়ের মধ্যে নিজের বাবার জীবনযুদ্ধের ছায়াও দেখতে পাচ্ছেন। সবমিলিয়ে নেটদুনিয়ায় অটোচালক ‘সুপারড্যাডে’র ভিডিও যে রীতিমতো চর্চায় রয়েছে। তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement