Advertisement
Advertisement

Breaking News

Viral Video

বাঘের খাঁচায় ঢুকে আত্মরাম খাঁচাছাড়া! দুই যুবকের কাণ্ডে হাসির ফোয়ারা, ভাইরাল ভিডিও

তাইল্যান্ডের চিড়িয়খানায় দুই যুবকের কাণ্ড।

Viral Video: Tiger Scares Two Men Who Were Clicking Picture at Zoo
Published by: Kishore Ghosh
  • Posted:November 7, 2024 3:12 pm
  • Updated:November 7, 2024 3:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঘের খাঁচায় ঢুকে আত্মরাম খাঁচাছাড়া! এক হুঙ্কারেই পড়িমড়ি পালিয়ে বাঁচলেন দুই যুবকের। যদিও বাঘের সঙ্গে ছবি তুলবেন বলে যাবতীয় নিময় মেনে তাইল্যান্ডের একটি চিড়িয়াখানার বাঘের খাঁচায় ঢুকেছিলেন দুই যুবক। তার পরই বাঘের রাগে কুপোকাত। সেই ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

Advertisement

মজার ভিডিওটি শেয়ার করা হয়েছে ‘অ্যারন১৯৮০৯৬’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। চমকদার ঘটনাটি তাইল্যান্ডের ‘দ্য মিলিয়ন ইয়র্স স্টোন পার্ক অ্যান্ড ক্রোকোডাইল’ ফার্মের একটি বাঘের খাঁচার। ভিডিওতে দেখা গিয়েছে, দুই যুবক ঢুকেছেন বাঘের খাঁচায়। ছবি তোলায় শুরু হয়েছিল। প্রথমটা মোটা শিকলে বাঁধা বাঘবাবাজি শান্তই ছিল। কিন্তু ছবির স্বার্থে তাকে লাঠি দিয়ে খোঁচা দেওয়া হচ্ছিল। প্রথম দুবার ছেলেমানুষে সহ্য করলেও তৃতীয়বারে বেজায় বিরক্ত বাঘ জব্বর হুমকি দেয়। তাতেই আত্মারাম খাঁচাছাড়া হওয়ার যোগাড়!

বাঘের হুঙ্কারে কুপোকাত দুই যুবক ভয়ে একছুটে বেরিয়ে আসেন খাঁচার বাইরে। ঘাড় ঘুরিয়ে গোটা কাণ্ড দেখ বাঘটি। প্রাণ বাঁচিয়ে খাঁচার বাইরে বেড়িয়ে এসে এক জন আবার মাটিতে মাথা ছুঁইয়ে প্রণামও করেন। ভিডিওটিতে ইতিমধ্যে পাঁচ হাজারেরও বেশি ‘লাভ’ চিহ্ন পড়েছে। অনেকেই মজার মজার মন্তব্য করেছেন। কেউ কেউ আবার বাঘের এই বন্দিদশা নিয়ে বেজায় ক্ষোভ প্রকাশ করেছেন। সব মিলিয়ে ইনস্টাগ্রামে জনপ্রিয় হয়েছে ভিডিওটি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement