Advertisement
Advertisement
Viral Video

শাড়ি পরে জিম তরুণীর! ১৪০ কেজি ওজনও তুললেন, ভিডিও দেখে অবাক নেটদুনিয়া

ঝাঁ- চকচকে জিমে হাসি মুখে দেখা যায় তরুণীকে।

Woman doing deadlift wearing a saree goes viral
Published by: Kishore Ghosh
  • Posted:September 26, 2024 3:42 pm
  • Updated:September 26, 2024 3:42 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেকেই মনে করেন শাড়ি পরে খেলাধুলা সম্ভবই না। এই পোশাকে শারীরিক কসরত তো বহু দূর অস্ত। যদিও এই ভাবনাকে সম্পূর্ণ ভ্রান্ত প্রমাণ করলেন এক তরুণী। সবুজ রঙের শাড়ি পরে ভারোত্তোলন করতে দেখা গেল তাঁকে। জিমে উপস্থিত সকলকে ১৪০ কেজি ওজন তুলে কার্যত চমকে দিলেন সবাইকে। সম্প্রতি ভাইরাল হয়েছে এই ভিডিও।

Advertisement

‘বর্ষা_রানা’ নামে ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিওটি। সেখানেই দেখা গিয়েছে, সবুজ শাড়ি, কালো ব্লাউজ, চুল খোলা তরুণীকে। যদিও কোমরে ছিল ওজন তোলার বেল্ট। একটি ঝাঁ- চকচকে জিমের মধ্যে হাসি মুখে দেখা যায় তাঁকে। একটা সময় কোমরে আঁচল গুঁজে একটি ১৪০ কেজি ওজন লাগানো বারবেলের দিকে এগিয়ে যান। দর্শককে অবাক করে অনায়াশে সেই ওজন তোলেন এবং নামিয়ে রাখেন।

এই ভিডিওই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সুন্দরীর কেরামতিতে শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। ২০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। ২ কোটির বেশি মানুষ ভিডিওটিকে লাইক করেছে। পাশাপাশি কমেন্ট ভরে উঠছে হাজারও মন্তব্যে। একজন লিখেছেন, “তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে এবং তুমি শক্তিশালীও।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ