সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি ঘুমোচ্ছে? হঠাৎ করে লক্ষ্য করলেন, শরীরটা খারাপ লাগছে? চিকিৎসকের কাছে গিয়ে জানতে পারলেন, শরীরের ভিতর ৪ ফুট লম্বা একটি সাপ রয়েছে! শুনতে ভয়ের মনে হলেও এমনটাই ঘটেছে রাশিয়ার (Russia) এক ঘুমন্ত মহিলার সঙ্গে। গ্রামের বাড়িতে ঘুমিয়ে পড়ার পর কোনওক্রমে একটি সাপ তাঁর মুখের ভিতরে ঢুকে যায়। অনেক পরে শরীর খারাপ অনুভব করতেই হাসপাতালে ছোটেন ওই মহিলা। তারপরই সামনে আসে গোটা বিষয়টি। ওই মহিলার মুখ থেকে সাপ বের করার ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে।
জানা গিয়েছে, ঘটনাটি রাশিয়ার দাগেস্তানের লেভাসি গ্রামের। ঘটনার সময় গ্রামের বাড়িতে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। তখনই তাঁর মুখ দিয়ে একটি সাপ (Snake) ঢুকে যায়। যদি তিনি তা ঘুণাক্ষরেও টের পাননি। একটি ইংরাজি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঘুম থেকে ওঠার পর ওই মহিলা শরীর খারাপ অনুভব করেন। তখনই হাসপাতালে ছোটেন তিনি। তারপরই পরীক্ষা করলে দেখা যায়, মহিলার শরীরের ভিতর একটি সাপ রয়েছে। এরপর তাঁকে অচেতন করে সাপটি বের করা হয়।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, চিকিৎসক হাতে গ্লাভস পরে মহিলার মুখে টিউব প্রবেশ করিয়ে সাপটি বের করে আনছেন। একজন মহিলা নার্সকে দেখা যাচ্ছে, সেই সাপ হাতে নিয়ে হতবাক হয়ে তাকিয়ে রয়েছেন। মহিলার মুখ থেকে সাপ বের করার পর নার্সটি সাপটিকে বালতিতে রেখে দেন। রুমে থাকা প্রত্যেকেই মুখ থেকে সাপ বের করার ঘটনা চাক্ষুষ করে রীতিমত শিহরিত। নেটিজেনরাও বিস্মিত গোটা ঘটনায়। অনেকের মনেই প্রশ্ন, ‘‘কীভাবে এমন সম্ভব?’’ অনেকেই আবার চিকিৎসকদের প্রশংসাও করেছেন।
زحف عبر فمها أثناء نومها.. فيديو مروع للحظة سحب ثعبان من حلق امرأة
— صحيفة البيان (@AlBayanNews)
She was sleeping when the snake got inside. She was again sleeping when the snake got outside. God bless her🙏😉
— Ayush Aggarwal (@classyayush)
Too scary.. Hope the lady is fine.. God bless her..
— Parnika Patel (@parnikapatel)
You did fantastic job
— pavan krrish (@Pa1krrish)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.