Advertisement
Advertisement
Karnataka

জল-কাদা-গর্ত লাফাচ্ছে ভূতেরা, ফিতে হাতে রাস্তায় যমরাজ-চিত্রগুপ্ত! শহরের পথে কী কাণ্ড?

ভাইরাল 'স্বর্গ'-পথের ভিডিও।

Published by: Kishore Ghosh
  • Posted:August 28, 2024 9:03 pm
  • Updated:August 28, 2024 9:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে পথে খানাখন্দ বেশি, সেই পথেই ‘স্বর্গযাত্রা’, নরকও হতে পারে! ভারতীয় মাত্রই জানেন। এদেশে দুর্ঘটনায় মৃত্যুর পরিংখ্যান কতখানি ভয়াবহ। আর মৃত্যু তো যমরাজ আর চিত্রগুপ্তের দপ্তর। সেই কারণেই উডুপির রাস্তায় দেখা গেল যমরাজ ও চিত্রগুপ্তকে। মাঝ রাস্তায় ফিতে হাতে দাঁড়িয়ে। কীসের এত মাপজোক?

Advertisement

আসলে কর্নাটকের উডুপিতে মালপে রোড বর্ষায় ভেঙে চুরমার হয়ে গিয়েছে। বিপজ্জনক সেই গর্তে গাড়ি উলটোলেই অবধারিত স্বর্গযাত্রা। ইতিমধ্যে একাধিক দুর্ঘটনাও ঘটেছে। যদিও প্রশাসনের হেলদোল নেই। পৌরনিগমের বাজেট উইয়ে খেলেও, পিডাব্লুডির টাকা, সাংসদ এবং বিধায়ক কোটার অর্থ ফেরত গেলেও খানাখন্দে ভরা রাস্তাই ভারতীয় নাগিরকদের পোড়া কপালে রয়েছে। যমরাজ-চিত্রগুপ্ত এবং ভূতের দল পথে নেমে রাস্তার এই বেহাল দশাই তুলে ধরেছে।

 

[আরও পড়ুন: ভারতজুড়ে ট্রেনে নাশকতা, হিন্দু নেতাদের খুনের ছক! প্রকাশ্যে কুখ্যাত জঙ্গির ভিডিও বার্তা

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে ভিডিও। তাতেই দেখা গিয়েছে, খানাখন্দে ভরা রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন যমরাজ। সঙ্গী চিত্রগুপ্ত ও কয়েকটি ভূত। ওই ভূতেরা একে একে দৌড়ে এসে লং জাম্প দিচ্ছে জল-কাদা-গর্তের উপর দিয়ে। আর যমরাজ-চিত্রগুপ্ত ‘মেজারিং টেপ’ দিয়ে সেই দূরত্ব মাপছেন! উল্লেখ্য, সাধারণ মানুষ বিধায়ক থেকে সাংসদ- সকলের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। বাধ্য হয়েই এই পন্থা তাই।

 

[আরও পড়ুন: ধর্ষণ রুখতে উঠছে কড়া আইনের দাবি, ভারতীয় ন্যায় সংহিতায় বিধান কী?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement