সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘটনা কখন দুর্ঘটনায় পরিণত হয়, কে-ই বা বলতে পারে! সুখের মুহূর্তও পলকে দুঃখের কারণ হয়ে যেতে পারে। এই শিক্ষা ২০২০ সাল ভালভাবেই দিয়েছে। বছরশেষেও তার ব্যতিক্রম নেই। এমনই এক ঘটনা ঘটেছে ব্রিটেনের বংশোদ্ভুত ২৭ বছরের গায়িকার সঙ্গে। প্রেমিকের সঙ্গে গলা ছেড়ে গান গাইতে গিয়েছিলেন তিনি। সেজেগুজে বসেছিলেন ক্যামেরার সামনে। কিন্তু গানের চোটে সাধের চুলেই আগুন ধরে গেল। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করেছেন সোফিয়া এলার (Sofia Ellar)। ভারচুয়াল বিপ্লবের কল্যাণে তা ভাইরাল হতে সময় লাগেনি।
View this post on InstagramAdvertisement
লন্ডনে জন্ম হলেও প্রেমিক আলভারো সোলারের (Alvaro Soler) সঙ্গে মাদ্রিদে থাকেন সোফিয়া। সেখানেই সুন্দর করে ঘর সাজিয়ে বড়দিনের ভিডিও তৈরি করতে বসেছিলেন।খোলা চুলে পরেছিলেন সাদা জাম্প স্যুট। আলভারোই গিটারের সঙ্গে ছন্দ মিলিয়ে গান শুরু করেন। তাঁর সঙ্গে তাল মেলাতে গিয়ে পিছনের দিকে বেশিই হেলে যান গায়িকা। পিছনে রাখা মোমবাতির আগুন লেগে যায় তাঁর চুলে। আগুন দেখতে পেয়ে প্রথমে হতবাক হয়ে যান আলভারো। সঙ্গে সঙ্গে তা নেভাতে যান। আগুন লেগেছে টের পেই ছুটে ক্যামেরা থেকে বেরিয়ে যান সোফিয়া। তাতে শ্যাম্পেনের গ্লাসটিও পড়ে যায়। ভিডিওটি শেয়ার করে রসিকতা করে সোফিয়া আবার লিখেছেন, “২০১৯ সালে আমরা ভালই ছিলাম, ২০২০ সালে আগুন ধরল আর গ্লাসও ভাঙল। স্বাগত ২০২১!” গায়িকার এই ভিডিও দেখে কেউ তাঁকে নিয়ে চিন্তা জাহির করেছেন, কেউ আবার হাসিতে ফেটে পড়েছেন। অনেকে আবার ২০২০ সালকে শাপশাপান্তও করেছেন। জানিয়েছেন, কতটা অধীর আগ্রহে তাঁরা নতুন বছরের জন্য অপেক্ষা করে রয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.