সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়িতে বসে হঠাৎ করে বন্ধুদের সঙ্গে পার্টি করার ইচ্ছে হোক বা রাত বিরেতে জন্মদিন পালন করার জন্য কেকের দরকার পড়ুক। এক ক্লিকে অর্ডার করলেই হাতের কাছে এসে পৌঁছে যায় সবকিছু। কিন্তু নানা সমস্যাকে অতিক্রম করেও যাঁরা সময়ের মধ্যে এই খাবার হাতের কাছে পৌঁছে দেন তাঁদেরও তো জন্মদিন হয়! তাঁরাও তো কাজের বাইরে আনন্দে কাটাতে পারেন কিছুটা সময়। এমনই ভাবনা থেকে জোম্যাটোর এক ডেলিভারি বয়ের জন্মদিন পালন করলেন কয়েকজন যুবক। সম্প্রতি সামাজিক মাধ্যমে জন্মদিন সেলিব্রেশনের সেই ভিডিও ভাইরাল হতেই বাহবা জানিয়েছেন নেটনাগরিকরা।
ভিডিওতে দেখা যাচ্ছে, এক জোম্যাটো বয় খাবার ডেলিভারি দেওয়ার জন্য একটি বাড়ির সামনে হাজির হন। একজন যুবক জোম্যাটো বয়কে বাড়ির ভিতরে নিয়ে যান। সেই সময় কয়েকজন যুবক কেক হাতে তাঁর জন্য অপেক্ষা করছিলেন ঘরের ভিতরে। ওই ডেলিভারি বয় ভিতরে প্রবেশ করেতেই তাঁর জন্মদিন উৎযাপন শুরু করে দেন তাঁরা। এদিকে এমন সারপ্রাইজ পেয়ে আবেগে আপ্লুত হয়ে যান ডেলিভারি বয়। ভিডিওতে চোখের জল মুছতে দেখা যায় তাঁকে। সেই মুহূর্তটিই ক্যামেরাবন্দী করে রাখেন কেউ। পরে সেটিই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
View this post on Instagram
এদিকে এই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা প্রশংসা করেছেন ডেলিভারি বয়ের জন্মদিন উৎযাপন করা গ্রাহকদের। ভাইরাল পোস্টে এক নেটিজেন লিখেছেন, ‘হতে পারে ওই ডেলিভারি বয় প্রত্যাশা করেননি। কিন্তু উনি যা উপহার পেলেন তা সারা জীবন মনে রাখবেন।’ অন্য আর একজন লিখেছেন, ‘ সবাই সমবেত হয়েছে একজন ডেলিভারি বয়ের জন্য। এমনটা যদি রোজ হত।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.