Advertisement
Advertisement
361 Asset's New Fund Launched

বাজারে এল থ্রিসিক্সটি ওয়ান অ্যাসেটের নতুন ফান্ড, রইল নানা জরুরী তথ্য

কোনও সেক্টরের প্রতি পক্ষপাত দেখানো হবে না।

361 Asset's New Fund Launched in T Market
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:May 21, 2025 2:05 pm
  • Updated:May 21, 2025 2:47 pm   

থ্রিসিক্সটি ওয়ান অ‌্যাসেটের তরফে জানানো হয়েছে, তাঁদের ইনকাম অপরচুনিটিজ ফান্ডের পঞ্চম সিরিজ ইতিমধ্যে বাজারে এসেছে। সংক্ষেপে IOF-5 নামে পরিচিত এই বিশেষ ফান্ডটির বৈশিষ্ট‌্যগুলি এই লেখায় তুলে ধরল টিম সঞ্চয়

Advertisement

ক। “ক‌্যাটেগরি টু”-র অন্তর্ভূক্ত এই ক্লোজ-এন্ড প্রকল্পটির মূল লক্ষ‌্য “পারফর্মিং ক্রেডিট অপরচুনিটিজ” খুঁজে নিয়ে বিনিয়োগ করা।
খ। ফান্ডের টার্গেট সাইজ : ২,০০০ কোটি টাকা।
গ। ম‌্যাচুরিটি হবে নভেম্বর ২০২৮ সালে।
ঘ। কোনও সেক্টরের প্রতি পক্ষপাত দেখানো হবে না, তবে একাধিক অর্থনৈতিক ক্ষেত্রের উপর নজর রাখবেন সংশ্লিষ্ট ফান্ড ম‌্যানেজার।

এই তালিকায় আছে –
১। প্রি-আইপিও ফিনান্স
২। অ‌্যাকুইজিশন ফিনান্স
৩। পি-ই এক্সিট

যথাযথ “ক্রেডিট ফান্ডামেন্টালস” আছে, এমন সংস্থায় লগ্নি করা হবে বলে জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে। ভারতীয় কর্পোরেট জগতের মূল “গ্রোথ ইঞ্জিন” হল ক্রেডিট, এমনই জানাচ্ছেন কর্তৃপক্ষ। দেশের মোট ক্রেডিটের প্রায় ৪০-৪৫ শতাংশই কর্পোরেট ক্রেডিট, তাঁদের অনুমান। একটি হিসাব বলছে সামগ্রিক কনসাম্পশনের এক বড় অংশ এই শ্রেণির ক্রেডিটের দৌলতে। এবং এই সূত্র ধরেই ভারতের কনজিউমার স্পেন্ডিংও বাড়ছে, আগামিদিনে এই ধারা অব‌্যহত থাকবে। প্রাইভেট ক্রেডিট, যা এই বিশেষ ফান্ডের মূল প্রতিপাদ‌্য, বেশ জোরালো ভূমিকা নেবে, এমন সম্ভাবনা দিনে দিনে বাড়ছে। এই জাতীয় ক্রেটিডের খাতে ভারতীয়দের হাতে থাকা “অলটারনেট অ‌্যাসেটস” একটি বড় ভূমিকায় ভবিষ‌্যতে দেখা যাবে। তাই প্রাইভেট ক্রেডিট বাজারে বিনিয়োগ করার উপযুক্ত সময় আজই, এই অভিমত কর্তৃপক্ষের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ