Advertisement
Advertisement

ICICI-এর পর মিনিমাম ব্যালেন্স বাড়াল আরও একটি ব্যাঙ্ক! কত টাকা রাখতে হবে জানেন?

আগে ন্যূনতম ব্যালেন্স রাখতে হতো মাত্র ১০ হাজার টাকা।

%%title%% %%page%% %%sep%% %%sitename%% after-icici-now-hdfc-also-to-increase-the-minimum-balance
Published by: Monishankar Choudhury
  • Posted:August 13, 2025 6:38 pm
  • Updated:August 13, 2025 8:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখার পরিমাণ বাড়াল এইচডিএফসি। ইতিমধ্যে ন্যূনতম ব্যালেন্স রাখার পরিমাণ বাড়িয়েছে আইসিআইসিআই। ব্যাঙ্কের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এই ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে ৫০ হাজার টাকা। আর এহেন সিদ্ধান্ত নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক।

Advertisement

এর মধ্যেই এবার সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখার পরিমাণ বাড়ল আরও একটি বেসরকারি ব্যাঙ্ক। সিদ্ধান্ত অনুযায়ী, সেভিংস অ্যাকাউন্ট খোলার পর মাসিক ন্যূনতম ব্যালেন্স ২৫,০০০ টাকা বজায় রাখতে হবে। এর আগে এইচডিএফসির সিটি ব্রাঞ্চের সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখতে হতো মাত্র ১০,০০০ টাকা। এক ধাক্কায় তা বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হল। আগামী যা নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে গ্রাহকদের মধ্যে। সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর, ১লা আগস্টের পর থেকে যে সমস্ত অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেই সমস্ত অ্যাকাউন্টের ক্ষেত্রে নয়া এই নিয়ম কার্যকর হবে।

অর্থাৎ চলতি মাসের শুরুতেই যে সমস্ত সেভিংস অ্যাকাউন্ট খোলা হয়েছে সেখানে অবশ্যই ২৫ হাজার টাকা ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে। যদি তা না রাখা হয় তাহলে সংশ্লিষ্ট ব্যাঙ্ক গ্রাহককে মোটা অঙ্কের জরিমানা করা হবে। তবে ন্যূনতম ব্যালেন্স রাখার ক্ষেত্রে শহরতলি এবং গ্রামে ব্যাঙ্কের শাখাগুলিতে থাকা অ্যাকাউন্টগুলির গ্রাহকরা কিছুটা স্বস্তি পাবেন।

ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগে শহরতলিতে থাকা এইচডিএফসি শাখায় ন্যূনতম ব্যালেন্স রাখার পরিমাণ ছিল ৫,০০০ টাকা এবং গ্রামীণ শাখার জন্য ২,৫০০ টাকা। বর্তমানে শহরতলি এবং গ্রামীণ এলাকায় থাকা বেসরকারি ব্যাঙ্কের এই সীমা অপরিবর্তিত রয়েছে।

নতুন আপডেট অনুসারে, এটি মেট্রো এবং শহরাঞ্চলে থাকা এইচডিএফসি ব্যাঙ্কে খোলা নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বলে রাখা প্রয়োজন, আইসিআইসিআই সেভিংস অ্যাকাউন্টে গড় ব্যালেন্স রাখার পরিমাণ বাড়িয়েছে। ব্যাঙ্কের সিদ্ধান্ত অনুযায়ী, ১লা আগস্টের পর সংশ্লিষ্ট এই ব্যাঙ্কে যে সমস্ত সেভিংস অ্যাকাউন্ট খোলা হয়েছে সেখানে ন্যূনতম ব্যালেন্স ৫০ হাজার টাকা রাখতেই হবে। না হলে মোটা অঙ্কের জরিমানার মধ্যে পড়তে হবে গ্রাহকদের। যা নিয়ে গ্রাহকদের ক্ষোভের মধ্যেই আরও এক বেসরকারি ব্যাঙ্ক ন্যূনতম ব্যালেন্স রাখার পরিমাণ বাড়ালো। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement