Advertisement
Advertisement
GST

চালু হল নয়া GST হার, কমবে প্রিমিয়াম! বিমা শিল্পে আর কী প্রভাব?

প্রায় ১৭৫টি সামগ্রীতে জিএসটি কম করা হয়েছে।

GST rate changes and impact on the insurance industry
Published by: Biswadip Dey
  • Posted:September 22, 2025 8:22 pm
  • Updated:September 22, 2025 8:22 pm   

আজ, সোমবার থেকে চালু হয়েছে নয়া জিএসটি হার। এই অনুযায়ী বিমা গ্রাহককে আজ থেকে নতুন পলিসি বা চালু পলিসির উপর কম প্রিমিয়াম দিতে হবে। আর কী কী পরিবর্তন হল, আর তার প্রভাবই বা কীসে, কেমন পড়ল, জানাচ্ছেন অরূপ দাশগুপ্ত

Advertisement

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার শেষে বহু প্রতীক্ষিত জিএসটি-র হারে পরিবর্তন ঘটল। জিএসটি কাউন্সিল আজ, সোমবার থেকে জীবন বিমা ও স্বাস্থ‌্য বিমার প্রিমিয়ামের উপর থেকে জিএসটি সরাল। এর ফলে পলিসি গ্রাহককে আজ থেকে নতুন পলিসি বা চালু পলিসির উপর কম প্রিমিয়াম দিতে হবে। এই নিয়ম শুধু জীবন বিমা এবং স্বাস্থ‌্য বিমার ক্ষেত্রের চালু হল। এতদিন জিএসটি-র হার ১৮% ছিল যা জীবন বিমা এবং স্বাস্থ‌্য বিমার ক্ষেত্রে অবলুপ্ত হল। তবে এই সুবিধা নিম্নলিখিত পলিসিগুলির ক্ষেত্রে প্রযোজ‌্য নয় –

(ক) সাধারণ বিমা পলিসি,

(খ) গ্রুপ টার্ম ইন্সিওরেন্স পলিসি,

(গ) গ্রুপ মেডিক‌্যাল ইন্সিওরেন্স পলিসি

সরকারের নির্দেশ অনুযায়ী এই সুবিধা সম্পূর্ণরূপে পলিসি গ্রাহকের পাওয়া উচিত। ব‌্যক্তিগত জীবন বিমা এবং স্বাস্থ‌্য বিমার যে যে পলিসিগুলিতে হ্রাসপ্রাপ্ত প্রিমিয়ামের সুবিধা পাওয়া যাবে, সেগুলি হল–

(ক) জীবন বিমা এনডাওমেন্ট পলিসি,

(খ) জীবন বিমা টার্ম পলিসি,

(গ) জীবন বিমা ইউলিপ পলিসি,

(ঘ) স্বাস্থ‌্য বিমার ব‌্যক্তিগত পলিসিগুলি

সাধারণ বিমার পলিসিগুলির ক্ষেত্রে এই রকম কোনও ছাড় জিএসটি কাউন্সিল দেয়নি। কেবলমাত্র মাল পরিবহণকারী গাড়ির ক্ষেত্রে তৃতীয় পক্ষ বিমার (Third Party Insurance) প্রিমিয়ামের উপর জিএসটি-র ছাড় দেওয়া হয়েছে (১৮% থেকে ৫%)।

২২.০৯.২৫ তারিখ বা তারপরে বিমা পলিসি নিলে এই সুবিধা পাওয়া যাবে। পরবর্তী প্রিমিয়ামের (Renewal Premium) ক্ষেত্রে যদি ২২.০৯.২৫ তারিখ-এর আগে ‘ডিউ ডেট’ থাকে তবে এই সুবিধা পাওয়া যাবে না।
আশা করা যায়, সরকারের এই পদক্ষেপ জীবন বিমা এবং স্বাস্থ‌্য বিমার ক্ষেত্রে উৎসাহের সঞ্চার করবে। সমস্ত মহল থেকেই বিমা শিল্পে জিএসটি প্রত‌্যাহারের দাবি দীর্ঘদিনের ছিল, বিশেষত স্বাস্থ‌্যবিমা এবং প্রবীণ নাগরিকদের জন‌্য এই পদক্ষেপ বিশেষ সময়োপযোগী। ‘মেডিক‌্যাল ইনফ্লেশন’ প্রায় ১৪%। ওষুধপত্র এবং হাসপাতাল খরচ ক্রমবর্ধমান। স্বাস্থ‌্য বিমার প্রসার প্রচার একান্ত প্রয়োজনীয়। একইভাবে জীবন সুরক্ষা এবং সঞ্চয়ের ক্ষেত্রে জীবন বিমা পলিসির গুরুত্ব অনস্বীকার্য।

আমি আশা করব, জিএসটি সরানোর সুবিধা সাধারণ নাগরিকরা পাবেন। এই বিষয়ে যথেষ্ট প্রচার হওয়া একান্ত প্রয়োজনীয়। জানানো হোক সবাইকে, কেন বিমা এ যুগে এত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট সব মহলই যেন এদিকে দৃষ্টি দেন।

জিএসটি সরানোর ফলে বিমা কোম্পানিগুলি কিছু অসুবিধার সম্মুখীন হতে পারে। ব‌্যবসা চালাতে স্বাস্থ‌্য বিমা সংস্থাগুলির ব‌্যয় বাড়বে ৩-৫ শতাংশ। জীবন বিমা সংস্থাগুলির ক্ষেত্রে এই ব‌্যয়ের পরিমাণে বৃদ্ধি হতে পারে ০.৫-১.৫ শতাংশ। এর কারণ বিমা কোম্পানিগুলি আগে মেটানো করের টাকার ফেরত (Input Tax Credit) পাবে না। অতএব বিমা কোম্পানিগুলিকে নিজস্ব ব‌্যয় কম করতে হবে অথবা ব‌্যবসায় বৃদ্ধি করে সমতা আনতে হবে। প্রায় ১৭৫টি সামগ্রীতে জিএসটি কম করা হয়েছে। আশা করা যায়, এর ফলে সাধারণ জনগণের প্রত‌্যাশা বাড়বে, সঞ্চয় প্রবণতা বৃদ্ধি পাবে এবং বিমা শিল্পের অগ্রগতি ঘটবে।

                                                                                                                            (লেখক ইএসজি সার্টিফায়েড)

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ