এবারে অনেকগুলি বন্ড ইস্যুর খবর এসেছে। একাধিক এ মাঝারি মাপের কর্পোরেট সংস্থা নন-কনভার্টিবল ডেবেঞ্চার এনেছে, লগ্নিকারীরা আকর্ষণীয় সুদের হার এবং অন্য শর্ত দেখে উৎসাহীও হচ্ছেন, এমন বলা হচ্ছে বিভিন্ন সূত্র থেকে। সঞ্চয়-এর পক্ষ থেকে এক ঝলক দেখে নিলাম আমরা। রইল কিছু ‘কমন’ পয়েন্ট। জানাচ্ছে টিম সঞ্চয়।
১। তুলনায় উচ্চ হারের সুদ।
২। ক্রেডিট রেটিং ট্রিপল এ (সর্বোচ্চ সুরক্ষা) থেকে কম, কয়েকক্ষেত্রে বেশ নিচে।
৩। এক গুচ্ছ অপশন প্রায় প্রতি ক্ষেত্রেই। বিভিন্ন টেনিওর রয়েছে, সুবিধা অনুযায়ী ইনভেস্টররা কিনতে পারবেন।
৪। ইল্ড বেশির ভাগ বন্ডের জন্যেই আকর্ষণীয়। তবে পরিকল্পিত ভাবে লগ্নি করতে উপদেশ দিচ্ছেন বিশেষজ্ঞরা, তাতে সবসময় সর্বোচ্চ ইল্ড নাও পেতে পারেন লগ্নিকারীরা।
৫। ডিম্যাট অ্যাকাউন্টের উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্ট কোম্পানিগুলি। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ- এই নিয়মটির কথাও মনে রাখতে হবে এখানে।
১২-৬০ মাসের অপশন হতে পারে, একাধিক বিকল্প পাওয়া সম্ভব
বিঃদ্রঃ-মান্থলি, অ্যানুয়াল ইত্যাদি বিকল্পের জন্য আলাদাভাবে শর্তগুলি জেনে নিতে হবে বিনিয়োগকারীদের। সংশ্লিষ্ট সংস্থা বা নির্দিষ্ট রিপ্রেজেনটেটিভের সঙ্গে কথা বলা উচিত প্রতিবার। রেটিং সম্বন্ধে আলাদা করে জেনে নিন, সর্বদা উচ্চ হারে সুদের দ্বারা প্রভাবিত হওয়া ঠিক নয়, বলে সতর্ক করে দিচ্ছেন পরামর্শদাতারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.