সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার সমবায় ব্যাঙ্কের গ্রাহকদের জন্য সুখবর। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং অন্যান্য সংলগ্ন জেলাগুলিতে গ্রাহকদের ব্যাঙ্কিং পরিষেবা প্রদানের পর এবার আরও নতুন একটি শাখা খুলতে চলেছে সমতা কো-অপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড। সেই উপলক্ষেই আজ, শনিবার বারাসতের হৃদয়পুরে এক আলোচনা সভার আয়োজন করেছিল সমতা কো-অপারেটিভ। পাঁচটি শাখার পর এই নতুন ব্রাঞ্চ খোলাতে গ্রাহকেরা স্বভাবতই খুশি।
এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ব্যাঙ্কের চেয়ারম্যান শ্রী আশীষ ঘোষ, ভাইস চেয়ারম্যান অমল কুমার বাইন, BOM চেয়ারম্যান পবিত্র কুমার দত্ত, ডিরেক্টর শ্রী সৌভিক মিত্র, ইন্দুজ্যোতি সরকার, মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্রী দেবাশীষ ভট্টাচার্য্য, সিনিয়র নির্বাহক শ্রী তরুণ কান্তি বিশ্বাস এবং অন্য ব্যাঙ্ক কর্মীরা। এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সমতা সমবায় ব্যাঙ্কের বহু গ্রাহক এবং শুভানুধ্যায়ী। ব্যাঙ্ক কর্তৃপক্ষের এরকম এক সদর্থক প্রচেষ্টাকে আন্তরিক ভাবে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
পাঁচটি শাখার পর এই নতুন শাখা খোলার খবরে খুশি গ্রাহকরা। তাঁদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তাঁদের উপস্থিতি সমস্ত অনুষ্ঠানটিকে বিপুল ভাবে সাফল্যমন্ডিত করে তোলে। ব্যাঙ্কের তরফে জানানো হয়, বিগত পাঁচটি ব্রাঞ্চের পর পরবর্তী নতুন শাখা খোলায় তারা গ্রাহকদের আরও বেশি পরিষেবা প্রদান করতে পারবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.