প্রতীকী ছবি
এটি একটি একক প্রিমিয়ামের প্রকল্প। ৩০ দিন বয়স থেকে শর্তসাপেক্ষে ৬০ বছর বয়সিদের জন্য এই প্রকল্পে পাওয়া যাবে আশ্বাসিত বিমারাশির ওপর ৮৫ টাকা প্রতি হাজারে প্রতি বছর হিসাবে গ্যারান্টিড অ্যাডিশন। লিখলেন বিমা পর্যবেক্ষক দেবাশিস নাথ।
এ কথা অনস্বীকার্য যে আমাদের দৈনন্দিন জীবন যাপনের প্রতিটি ক্ষেত্রই ক্রমশ জটিলতর হয়ে উঠছে। শিশুর জন্ম থেকে আরম্ভ করে তার শিক্ষা ও জীবিকা হয়ে, বৃদ্ধ বয়সের চিকিৎসা ব্যবস্থা বা আয়ের ব্যবস্থা রাখার বিষয়গুলির কোনও কিছুই আর আগের মত সহজ পদ্ধতির মধ্যে নেই।
স্বভাবতই জীবনধারণ ও উন্নতিসাধনের জন্য অনিবার্য বিষয়–সঞ্চয়ের গতি-প্রকৃতিতেও এসেছে আমূল পরিবর্তন। আগেকার সময়ের মতো পোস্ট অফিস বা ব্যাঙ্কের মাধ্যমে স্বল্প সঞ্চয় এবং তার লেনদেনের মত সহজ সরল পদ্ধতিতেও এসেছে পরিবর্তনের ঝোড়ো হাওয়া। লগ্নির সাম্রাজ্যেও সরকারি উদ্যোগ ও আগ্রহে শেয়ারবাজার, মিউচুয়াল ফান্ড সহ নানা ঝুঁকিবহুল লগ্নির দিকেই এক শ্রেণীর মানুষের আগ্রহ এবং উৎসাহ লক্ষণীয় হয়ে উঠেছে।
তবে এই লগ্নিকারীদের বেশিরভাগই এই ধরনের লগ্নির চরিত্রগত বৈশিষ্ট্য সম্পর্কে ওয়াকিবহাল না থাকার কারণে নির্ভর করেন পরামর্শদাতার পরামর্শের ওপর। সেটা প্রয়োজনীয়ও বটে। কারণ তুলনামূলকভাবে কম ঝুঁকির লগ্নি থেকে যদি আশানুরূপ রিটার্ন না পাওয়া যায় তাহলে দৈনন্দিন, সার্বিক মূল্যবৃদ্ধির সঙ্গে ভারসাম্য বজায় রাখা নিতান্তই কঠিন। ঝুঁকিহীন অধিক রিটার্নের কথা মাথায় রেখে ভারতীয় জীবনবিমা নিগম (এলআইসি) অতি সম্প্রতি নিয়ে এসেছে তাদের একটি জনপ্রিয় ও লাভজনক পুরনো প্রকল্পের নতুন ভার্সন ‘নব জীবনশ্রী’।
এটি একটি একক প্রিমিয়ামের প্রকল্প। ৩০ দিন বয়স থেকে শর্তসাপেক্ষে ৬০ বছর বয়সিদের জন্য এই প্রকল্পে পাওয়া যাবে আশ্বাসিত বিমারাশির ওপর ৮৫ টাকা প্রতি হাজারে প্রতি বছর হিসাবে গ্যারান্টিড অ্যাডিশন। ঝুঁকিবিহীন লগ্নি হিসেবে এই গ্যারান্টিড রিটার্ন অবশ্যই আকর্ষণীয়। এই লগ্নিতে প্রস্তাবকের ইচ্ছে অনুযায়ী প্রিমিয়ামের ১.২৫ গুণ অথবা ১০ গুণ জীবনবিমার সুবিধা নেওয়া যেতে পারে।
শর্তসাপেক্ষে প্রকল্পটি নেওয়া যাবে ৫ থেকে ২০ বছর পর্যন্ত মেয়াদে। ন্যূনতম ১ লক্ষ টাকার বিমারাশির এই প্রকল্পে কিছু অতিরিক্ত প্রিমিয়ামের বিনিময়ে দুর্ঘটনাজনিত মৃত্যু কিংবা স্থায়ী পঙ্গুত্বের ক্ষেত্রে এবং স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রেও পাওয়া যাবে অতিরিক্ত বিমার সুবিধা। ‘নব জীবনশ্রী’ প্রকল্পটিতে মৃত্যুজনিত কারণে বা মেয়াদান্তে প্রাপ্য রাশি এককালীন না নিয়ে কিস্তিতেও নেওয়া যেতে পারে। যাঁরা এলআইসি-র পুরনো গ্রাহক, তাঁদের জন্য রয়েছে প্রিমিয়ামের ওপর বিশেষ অতিরিক্ত ছাড়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.