Advertisement
Advertisement
Personal Finance

ফার্মা-হেলথকেয়ার সেক্টরে উৎসাহ? রইল নানা খুঁটিনাটি

একাধিক ফার্মা পোর্টফোলিও বেছে নিতে পারেন।

Things to know about Pharma and HealthCare Sector
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:July 24, 2025 2:50 pm
  • Updated:July 24, 2025 2:50 pm  

ফার্মা এবং হেলথকেয়ার সেক্টর নিয়ে উৎসাহ আছে? চান, এই সেক্টরে লগ্নি করতে? ভালো রিটার্নের সন্ধানে যাঁরা রয়েছেন, তাঁরা খতিয়ে দেখতে পারেন এই সেক্টরের সম্ভাবনা। তথ‌্য দিয়ে সাহায‌্য করল টিম সঞ্চয়

Advertisement

ফার্মা এবং হেলথকেয়ার সম্বন্ধে এই মুহূর্তে অনেকেই কৌতূহলী; বেশ কিছু সংখ‌্যক নতুন ইনভেস্টর ইদানীং এই সেক্টরে বিনিয়োগ করতে আরম্ভ করেছেন। কৌশলী লগ্নিকারীদের পক্ষে ইতিমধ্যেই ফার্মা/হেলথকেয়ার বেশ সদর্থক ভূমিকা নিয়েছে, ভালো রিটার্ন পেয়েছেন তাঁরা এই সেক্টর থেকে। এই প্রসঙ্গে কয়েকটি পয়েন্ট–
১। পেশাদারদের অভিমত, মূল ডাইভারসিফায়েড পোর্টফোলিওর সঙ্গে সেক্টর বা থিম নির্ভর পোর্টফোলিও জুড়ে দিলে উপকৃত হবেন লগ্নিকারীরা।
২। বিভিন্ন সেক্টরের মধ্যে ফার্মা বেশ ইতিবাচক বলে গণ‌্য। তবে ব‌্যাঙ্কিং, অটো, আইটি ইত‌্যাদিও এড়িয়ে যাওয়ার মতো নয়।
৩। একাধিক ফার্মা পোর্টফোলিও বেছে নিতে পারেন – তার কারণ আজকাল বেশ কিছু সংখ‌্যক বিকল্প বাজারে পাওয়া যাচ্ছে। এককালীন বিনিয়োগ এবং সিপ–দু’ভাবেই এগিয়ে যেতে পারেন সাধারণ ইনভেস্টর।
৪। সরাসরি পোর্টফোলিও পরখ করে নিতে পারবেন, অ‌্যাসেট ম‌্যানেজমেন্ট সংস্থাগুলো নিয়মিত ফ‌্যাক্টশিট প্রকাশ করে। তাতে প্রাসঙ্গিক সমস্ত তথ‌্য পাবেন লগ্নিকারীরা।
৫। ফার্মা/হেলথকেয়ারের দুনিয়া বেশ বিস্তৃত। এর মধ্যে ড্রাগ ম‌্যানুফ‌্যাকচারিং কোম্পানি তো আছেই। এরই সঙ্গে রিসার্চ, বায়োটেক, হসপিটাল, ডায়াগনস্টিক জাতীয় ব‌্যবসাসমূহ। সব মিলিয়ে লিস্টেড ইউনির্ভাসে স্টকের সংখ‌্যা বাড়ছে।
পেশাদার ফান্ড ম‌্যানেজারদের মতে আগামিদিনে এই ট্রেন্ড জারি থাকবে। লার্জ, মিড এবং স্মল ক‌্যাপ স্টক মিলিয়ে মিশিয়ে নিয়েছেন তাঁদের মধ্যে অনেকেই। কোনও বিশেষ মার্কেট ক‌্যাপের প্রতি পক্ষপাত দেখানো হয় না কারও পক্ষ থেকেই।

বিঃদ্রঃ আমাদের উল্লেখিত ফান্ডগুলো কেবল দৃষ্টান্ত হিসাবে দেখুন।

ITI Pharma & Healthcare Fund
কেবলমাত্র উদাহরণ হিসাবে আইটিআই অ‌্যাসেট ম‌্যানেজমেন্টের ফার্মা ফান্ডটির ব‌্যাপারে জানাচ্ছি আমরা। গত মে মাসের শেষে পাওয়া ফ‌্যাক্টশিট ব‌্যবহার করা হয়েছে।
১। ইনভেস্টমেন্টের লক্ষ‌্য : লং টার্মের জন‌্য গ্রোথ
২। কবে থেকে শুরু : নভেম্বর ২০২১
৩। বেঞ্চমার্ক ইনডেক্স : Nifty Healthcare Total Return Index
৪। এক্সিট লোড : ১%, যদি ১২ মাসের আগে রিডিম করা হয়।
৫। অ‌্যাসেটের পরিমাণ : ২২০.৮৫ কোটি টাকা
৬। এক্সপেন্স রেশিও : ২.৩৫%, রেগুলার প্ল‌্যানের ক্ষেত্রে
প্রথম দশটি স্টক এবং সেই অ‌্যাসেটের অংশের হিসাবে দেওয়া রইল।

সূত্র : বিভিন্ন মার্কেট ইন্টামিডিয়ারি থেকে পাওয়া তথ‌্য

পেশাদারদের বক্তব‌্য অনুযায়ী বৃহৎ ফার্মা ছাড়াও একগুচ্ছ তুলনায় ছোট সংস্থা ভারতীয় বাজারে অগ্রণী ভূমিকা নিচ্ছে। বিভিন্ন ব্রোকিং ফার্মের রিপোর্টগুলি এই প্রসঙ্গে উল্লেখযোগ‌্য। সঙ্গের চার্টে কিছু স্টকের নাম দেওয়া হল, কেবল উদাহরণ হিসাবে দেখবে না।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement