Advertisement
Advertisement
Ahona Dutta

স্বামীর সঙ্গে মাতৃত্বকালীন ফটোশুট অহনার, চুটিয়ে উপভোগ করছেন জীবনের নতুন ইনিংস, দেখুন ছবি

চুটিয়ে উপভোগ করছেন মাতৃত্বের জার্নি।

জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী অহনা দত্ত। নিজের জীবনের এই শুরুয়াতে বেজায় খুশি অভিনেত্রী।

স্বামীর সঙ্গে জীবনের এই বিশেষ সময় চুটিয়ে উপভোগ করছেন ছোটপর্দার মিশকা। তবে আপাতত কাজ থেকে দূরে রয়েছেন তিনি।

মন সবসময় খুশি রয়েছে তাঁর। এতটুকু মন খারাপ করার ফুরসৎ দিচ্ছেন না স্বামী দীপঙ্কর ও বন্ধুবান্ধবরা।

মা চাঁদনি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক বহুদিন আগেই ছিন্ন হয়েছে। তাঁর এই সম্পর্ক মেনে নেননি মা। এমনকী জীবনের এই বিশেষ সময়েও মা একবারও খোঁজ নেননি।

মায়ের অভাব অনুভব করেছেন তাতে মন খারাপও করেছেন। তবে স্বামী দীপঙ্কর সেসব আক্ষেপ মনে জমিয়ে রাখতে দেননি।

রাত দুপুরে জ্বর থেকে উঠে বানিয়েছেন বউয়ের পছন্দের বিরিয়ানি। মিটিয়ে চলেছেন অহনার সমস্ত আবদার।

অহনাও এই সময়ে শুটিং থেকে ছুটি পেয়ে সব কিছু উশুল করে নিচ্ছেন যা শুটিং থাকাকালীন করতে পারেন না। অন্যদিকে দিন গুনছেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার। (ছবি: অহনার ইন্সটাগ্রাম)