একের পর এক আন্তর্জাতিক ফ্যাশন ইভেন্টে নজর কারছেন আলিয়া ভাট। অভিনয়ের দিক দিয়েও যেমন তাঁর কেরিয়ারে বৃহস্পতি তুঙ্গে।
এবার মিলান ফ্যাশন উইক ২০২৫ এর মঞ্চে মোহময়ী সাজে ধরা দিলেন আলিয়া।
গুচ্চির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর আলিয়া ভাট এই ইভেন্টে নিজের দিকে টেনে নিলেন সমস্ত আকর্ষণ।
এই ইভেন্টে আলিয়া নিজেকে সাজিয়ে তুলেছিলেন গুচির 'লা ফ্যামিলিয়া' কালেকশনের অল-ব্ল্যাক পোশাকে।
পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখেই মানানসই মেকআপ, হেয়ারস্টাইল ও মিনিমাল গয়নায় সেজেছিলেন আলিয়া। পরেছিলেন গুচ্চির থাই-হাই কালো স্টকিংস।
পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে স্মোকি আইজ, ন্যুড রঙের লিপস্টিক, স্ট্রেটনিং করা চুল সবমিলিয়ে জমকালো সেজে উঠেছিলেন আলিয়া।
২০২৩ সালে প্রথম ভারতীয় হিসেবে গুচ্চির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর মনোনীত হন আলিয়া। (ছবি: ইনস্টাগ্রাম)
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.