Advertisement
Advertisement
Asia Cup 2025

নকভির ট্রফি ‘চুরি’ থেকে রউফের ‘বিমান ধ্বংস’, বিতর্কের জন্যও স্মরণীয় হয়ে থাকবে এশিয়া কাপ

একনজরে এবারের এশিয়া কাপের বিতর্কিত অধ্যায়গুলি।

এবারের এশিয়া কাপে শুধু বিতর্ক আর বিতর্ক। ভারতীয় বোর্ডের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান হলেও পাক বোর্ডের চেয়ারম্যান তথা সেদেশের মন্ত্রী নকভির হাত থেকে ট্রফি নেবে না টিম ইন্ডিয়া। সেটাই ঘটে। পরে জানা যায়, ট্রফি এবং ভারতীয়দের মেডেল নিয়ে নকভি ফিরে গিয়েছেন নিজের হোটেলরুমে। বিসিসিআই বলছে, এসিসি প্রেসিডেন্ট নকভি ট্রফি চুরি করেছেন।

এশিয়া কাপের ফাইনাল যেন ভারতীয়দের পালটা দেওয়ার মঞ্চ। প্রথম ইনিংসে হ্যারিস রউফকে আউট করার পর তাঁর বিমান নামানোর সেলিব্রেশনের পালটা দিয়েছিলেন জশপ্রীত বুমরাহ। এবার পাক স্পিনার আবরার আহমেদকে তাঁরই সেলিব্রেশনে নকল করে বাড়ি ফেরার রাস্তা দেখালেন জিতেশ শর্মা, অর্শদীপ সিং এবং হর্ষিত রানা। ট্রফি না থাকলেও চা খাওয়ার কাপ নিয়েই সেলিব্রেশন করেন বরুণ চক্রবর্তী। আবার ট্রফির ইমোজি নিয়েই সেলিব্রেশন অভিষেক শর্মা ও শুভমান গিলের।

এশিয়া কাপের ফাইনালে টসে জেতেন সূর্যকুমার। টস পরিচালনা করার জন্য দু’জন সঞ্চালক মাঠে উপস্থিত ছিলেন। ভারতীয় রবি শাস্ত্রী ও পাকিস্তানি ওয়াকার ইউনিস। দুই দেশের অধিনায়করা অন্য দেশের সঞ্চালকদের সঙ্গে কথা বলবেন না, ধরে নিয়েই এই ব্যবস্থা। প্রোটোকল মেনে ম্যাচের আগে যে ফটোশুট হয়, সেটাতেও আপত্তি জানিয়েছিলেন সূর্যকুমার যাদব।

সুপার ফোরের ম্যাচ চলাকালীন রউফ ইশারা করেন, উড়তে উড়তে ভূপাতিত হয়েছে বিমান। হাতের ছয় আঙুল দেখান তিনি। কারণ অপারেশন সিঁদুরের সময় ছ’টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের দাবি তোলা হয় পাকিস্তানের পক্ষ থেকে। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। ভারত যা নিয়ে অভিযোগ দায়ের করেছিল আইসিসি-র কাছে।

অবশ্য পালটা জবাব দিয়েছেন জশপ্রীত বুমরাহ। রউফের উইকেট ভেঙে দিয়ে ‘বিমান সেলিব্রেশন’ ভারতীয় পেসারের। বা বলা যায় পাকিস্তানের ‘বিমান ধ্বংস’ করলেন বুমরাহ। অবশ্য তার আগেই অর্শদীপ সিং হাত দিয়ে বিমান ওড়ানোর ভঙ্গি করেন। তারপর হাত ঘুরিয়ে সেটাকে পশ্চাৎদেশে ইঙ্গিত করেন।

পাক ওপেনার সাহিবজাদা ফারহানের সেলিব্রেশন নিয়েও বিতর্ক বেঁধেছে। সুপার ফোরের ম্যাচে ভারতের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করেন ফারহান। তারপর ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিবাদন গ্রহণ নয়, গুলি চালানোর ভঙ্গি করেন পাক ব্যাটার! ক্রিকেট মাঠে সেই মর্মান্তিক ঘটনার স্মৃতি ফিরিয়ে আনলেন পাক ব্যাটার ফারহান, এমনটাই বলছে নেটদুনিয়া।

সুপার ফোরের ম্যাচে অভিষেককে লক্ষ্য করে পাক পেসার হ্যারিস রউফ কিছু একটা বলেন। এরপরেই কার্যত তেতে ওঠেন ভারতীয় ওপেনার। আরও বিধ্বংসী মেজাজে ব্যাট করতে থাকেন ‘শর্মাজি কা বেটা’। ইশারা করে রউফকে চলে যেতে বলেন। দু’জনের মধ্যে কথাযুদ্ধও চলে। এগিয়ে আসেন শুভমান গিল। পরিস্থিতি বেগতিক দেখে শেষ পর্যন্ত মাঠের আম্পায়ার গাজি সোহেল মধ্যস্থতা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

১৪ সেপ্টেম্বর পাকিস্তানকে হারানোর পর পহেলগাঁও জঙ্গিহানার বিষয়ে মুখ খুলেছিলেন সূর্য। এই মন্তব্যেই রাজনীতির গন্ধ পেয়ে আইসিসির কাছে অভিযোগ দায়ের করেছিল পিসিবি। জানা গিয়েছে ভারত অধিনায়কের ম্যাচ ফি’র ৩০ শতাংশ কেটে নেওয়া হয়েছে।

ম্যাচ শেষ হওয়ার পর পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার যাদবরা। এহেন আচরণের বিরুদ্ধে এসিসির কাছে অভিযোগ জানিয়েছিল পিসিবি। এমনকী দাবি পূরণ না হলে পরের ম্যাচ বয়কটেরও হুমকি দিয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য ম্যাচ খেলতে বাধ্য হয় তারা।