Advertisement
Advertisement
Amit Shah

পুজোর উদ্বোধন থেকে কালীঘাটে কালীদর্শন! দেখে নিন শাহের বঙ্গ সফরের ছবি

বৃহস্পতিবার রাতে শহরে আসেন অমিত শাহ।

পুরোপুরি পুজো মুডে বাঙালি। কখনও রোদ আবার কখনও বৃষ্টি। তার মাঝে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ভিড়। চতুর্থীর সকালে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

প্রদীপ জ্বালিয়ে পুজো উদ্বোধনের পাশাপাশি দেবী দুর্গার সামনে প্রার্থনাও করতেও দেখা যায় অমিত শাহকে।

এরপর গোটা পুজো মণ্ডপ ঘুরে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি ল্যাপটপে অপারেশন সিঁদুর, পুজোর থিমের অডিও ভিজুয়াল দেখানো হয় তাঁকে। এদিন অমিত শাহের সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

সন্তোষ মিত্র স্কোয়ার থেকে বেরিয়ে কালীঘাট মন্দিরে যান অমিত শাহ। সেখানে মা কালীর পুজো দিতে দেখা যায় তাঁকে।

পরে সোশাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে অমিত শাহ বাংলায় লেখেন, ''কলকাতার কালীঘাট মন্দিরে শক্তিস্বরূপা মা কালীর দর্শন ও পূজা সম্পন্ন করে দেশের জনগণের জন্য সুখ, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করলাম।''

ভোটমুখী বাংলায় সল্টলেকে ইজেডসিসিতে পুজো করছে বঙ্গ বিজেপি। সেই পুজোরও এদিন উদ্বোধন করেন অমিত শাহ। পাশাপাশি ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আজ শুক্রবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী। সকালেই পুজো উদ্বোধনের মঞ্চ থেকে শাহ বলেন, বাংলার শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা অবিস্মরণীয়। শাহের কথায়, “শুধু বাংলা নয়, গোটা দেশে শিক্ষার প্রগতি আর নারীশিক্ষার জন্য বিদ্যাসাগর যে অবদান রেখেছেন, তা ভোলার নয়। বাংলার সংস্কৃতি, বাংলার ব্যকরণ আর নারী শিক্ষার প্রসারে পুরো জীবন সমর্পণ করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজ আমি আমার তরফে আর বিজেপির কোটি কোটি কর্মীর তরফে বিদ্যাসাগরকে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি।”