ছুটির মেজাজে অনন্যা, ঘুরে বেড়াচ্ছেন মায়ামির অলিগলি ও রাজপথ। আর সেখানে রীতিমতো ভূরিভোজ সারছেন অভিনেত্রী। তার ফাঁকেই আবার প্রকৃতির রূপ- রস- গন্ধ উপভোগ করছেন তিনি।
অনন্যার ভ্যাকেশন মুড মানেই ডায়েট ভুলে লম্বা 'চিট ডে'। ডোনাট, পিজ্জা থেকে আইসক্রিম কি নেই তাঁর খাবারে? রকমারি খাবার জমিয়ে খাচ্ছেন অনন্যা।
বিদেশে ছুটি কাটানোর প্রতিটা মুহুর্ত, ভূরিভোজের নানা আয়োজনের ছবি ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন অনন্যা।
ঘুরে দেখছেন ফার্ম হাউজ। সারমেয়, মুরগি ও নানা রকমের পাখির কলতানে হারিয়ে গিয়েছেন অনন্যা।
কখনও আবার ইয়টে চড়ে ঘুরছেন সমুদ্রের বুকে। পেঁজা তুলোর মতো মেঘ, ঝকঝকে আকাশ আর তার নিচে মিষ্টি অনন্যা।
ভ্যাকেশন মুডে অনন্যার দিনের শুরুটা যে দারুণভাবে হচ্ছে তা বোঝা যাচ্ছে তাঁর বিদেশি ব্রেকফাস্ট থেকে নানা খাবার খাওয়ার আনন্দ দেখেই।
মাংস থেকে মিষ্টির নানা পদে সেজেছে তাঁর খাবারের থালা। কব্জি ডুবিয়ে খাচ্ছেন সুস্বাদু সব বিদেশি খাবার। (ছবি: অনন্যা পাণ্ডের ইনস্টাগ্রাম)
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.