দীর্ঘ ১৫ মাসের অপেক্ষার পর আগামী ২২ জুলাই ভারতের হাতে আসতে চলেছে অত্যাধুনিক অ্যাপাচে হেলিকপ্টার AH-64E।
প্রথম দফায় তিনটি কপ্টার পাবে সেনা। চলতি বছরের শেষের দিকে মিলবে আরও ৩টি কপ্টার।
অ্যাপাচে কপ্টার কিনতে ২০২০ সালে আমেরিকার সঙ্গে ৬০০ মিলিয়ন ডলারের চুক্তি করেছিল প্রতিরক্ষামন্ত্রক। লক্ষ্য ছিল ৬টি কপ্টার কেনার।
২০২৪ সালে এই কপ্টারগুলি ডেলিভারির কথা থাকলেও পরে কিছু সমস্যার জেরে পিছিয়ে যায় সময়সীমা।
এ বছরের মার্চ মাসে যোধপুরে অ্যাপাচে স্কোয়াড্রন গঠন ও প্রশিক্ষণ দেওয়া হয়। তবে হেলিকপ্টার না থাকায় ফাঁকা বসে থাকে স্কোয়াড্রন।
জানা যাচ্ছে, অ্যাপাচে অত্যন্ত শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টার। সর্বোচ্চ ২০ হাজার ফুট উচ্চতায় ৩০০ কিমি প্রতি ঘণ্টায় উড়তে সক্ষম।
নিখুঁত নিশানায় আঘাত হানতে এতে রয়েছে TADS প্রযুক্তি ও নাইট ভিশন সেন্সর। যার মাধ্যমে রাতের অন্ধকারে ও খারাপ আবহাওয়াতেও শত্রুকে ধ্বংস করতে সক্ষম।
ড্রোন নিয়ন্ত্রণ ও ডেটা লিঙ্ক করার ক্ষমতা এই কপ্টারকে আরও বেশি অত্যাধুনিক ক্ষমতাসম্পন করে তোলে।
উল্লেখ্য, এর আগে ভারতীয় বায়ুসেনা ২০১৫ সালের আলাদা একটি চুক্তির অধীনে ২২টি অ্যাপাচে হেলিকপ্টার হাতে পেয়েছে।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.