Advertisement
Advertisement
British F-35

রানওয়েতেই দু’সপ্তাহ দাঁড়িয়ে, F-35 বিমানের মেরামতিতে ব্রিটিশ আধিকারিকরা, ব্যর্থ হলে এয়ারলিফটের ভাবনা

ওই যুদ্ধবিমানটিকে ছোঁয়ারও অনুমতি দেওয়া হয়নি ভারতীয় আধিকারিকদের।

১০

অবতরণের পর থেকে ১৪ দিন পার। তিরুঅনন্তপুরম বিমানবন্দরের রানওয়েতেই এখনও ঠায় দাঁড়িয়ে ব্রিটিশ এফ-৩৫বি যুদ্ধবিমান। বিমানবন্দরের হ্যাঙারে প্লেনটিকে নিয়ে যাওয়ার কথা বলেছিল ভারত। ব্রিটিশ সেনা তাতে রাজি হয়নি। তারা নাকি বিমানটি ছুঁতে দিচ্ছে না ভারতকে!

১০

আমেরিকার তৈরি ব্রিটিশ রয়‍্যাল নেভির যুদ্ধবিমান 'এফ-৩৫বি'কে নিয়ে তাই বাড়ছে সন্দেহ। এই পরিস্থিতিতে কেরলে যুদ্ধবিমান মেরামতের জন্য ৪০ সদস্যের দল পাঠাচ্ছে ব্রিটেন। যদি তারা মেরামতিতে ব্যর্থ হয়, সে ক্ষেত্রে আরও একটি বিমানে নতুন দল পাঠাবে তারা। ফাইল ছবি।

১০

জানা গিয়েছে, যুদ্ধবিমানটি ভারতেই ঠিক করা হবে। এবং দীর্ঘ সময় থাকার জন্য ব্রিটেনকে পার্কিং চার্জ দিতে হতে পারে। ফাইল ছবি।

১০

শুক্রবার ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, মেরামতের অপেক্ষায় থাকায় যুদ্ধবিমানটিকে বিমানবন্দরের রক্ষণাবেক্ষণ ও মেরামতির জায়গায় স্থানান্তর করা হবে। ফাইল ছবি।

১০

সূত্রের খবর, প্রাথমিক ভাবে যুদ্ধবিমানটিতে শুধুমাত্র জ্বালানি কম রয়েছে বলে মনে করা হয়েছিল। কিন্তু পরে বিষয়টি জটিল হতে শুরু করে। বিশেষজ্ঞদের অনুমান, জেটটির হাইড্রোলিকে কিছু সমস্যা রয়েছে। ফাইল ছবি।

১০

যে কোনও যুদ্ধবিমানের ক্ষেত্রে এই হাইড্রোলিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ল্যান্ডিং গিয়ার, ব্রেক এবং জেটটির উড়ান নিয়ন্ত্রণ করেন পাইলট। ফাইল ছবি।

১০

শুক্রবার ব্রিটিশ হাইকমিশনের এক মুখপাত্র জানান, "প্রযুক্তিগত সমস্যার জেরে একটি এফ-৩৫বি যুদ্ধবিমান তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে মেরামতের অপেক্ষায় রয়েছে। বিমানবন্দরের রক্ষণাবেক্ষণ ও মেরামতির জায়গায় বিমানটি স্থানান্তরের প্রস্তাব গ্রহণ করেছে ব্রিটেন।"ফাইল ছবি।

১০

শুক্রবার ব্রিটিশ হাইকমিশনের কথায়, "আমাদের ইঞ্জিনিয়ারিং দল বিশেষজ্ঞ সরঞ্জাম নিয়ে পৌঁছনোর পরে বিমানটি হ্যাঙ্গারে স্থানান্তরিত করা হবে। অন্যান্য বিমানের নির্ধারিত রক্ষণাবেক্ষণে যাতে ন্যূনতম ব্যাঘাত না ঘটে, তা নিশ্চিত করা হবে।" ফাইল ছবি।

১০

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র অনুযায়ী, যদি মেরামতির চেষ্টা ব্যর্থ হয়, তা হলে এই বিমানটিকে একটি বিশেষ মিলিটারি ট্রান্সপোর্ট বিমানে করে হয় যুদ্ধজাহাজে, নয়তো সোজা ব্রিটেনে ফিরিয়ে নিয়ে যেতে হতে পারে। অর্থাৎ একপ্রকার 'এয়ারলিফট' করতে হতে পারে এই মহামূল্যবান বিমানকে।

১০ ১০

সম্প্রতি ভারত মহাসাগরীয় এলাকায় একটি যৌথ মহড়ায় যোগ দেয় 'এইচএমএস প্রিন্স অফ ওয়েলস'। তারই অংশ হিসাবে আকাশে উড়েছিল ওই 'এফ-৩৫বি'। পরে তিরুঅনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ফাইল ছবি।