ছুটিতে বেড়াতে গিয়েছিলেন ব্রিটিশ তরুণী। তখন কি আর জানতেন, এমনটা ঘটবে!
৩৭ বছরের ব্রিটেন নিবাসী তরুণী 'সোলো ট্রিপে' গ্রিসে বেড়াতে গিয়েছিলেন। নীল সমুদ্র, ইতিহাসের মেশা রাস্তায় ঘুরে বেশ দিন কাটছিল তাঁর।
বেড়াতে দিয়ে মাসাজ নেওয়ার ইচ্ছে জেগেছিল তাঁর। আর তাতেই বিপত্তি।
গ্রিসের রোহডসের একটি হোটেলে থাকছিলেন। সেখানে বডি মাসাজ নেন। অভিযোগ, সেই সময় পরপর ছ'বার তাঁর শরীরের বিভিন্ন প্রান্তে আপত্তিকরভাবে স্পর্শ করে মাসাজ কর্মী।
গ্রিসের রোহডসের একটি হোটেলে থাকছিলেন। সেখানে বডি মাসাজ নেন। অভিযোগ, সেই সময় পরপর ছ'বার তাঁর শরীরের বিভিন্ন প্রান্তে আপত্তিকরভাবে স্পর্শ করে মাসাজ কর্মী।
গোটা বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হন ওই ব্রিটিশ পর্যটক। অভিযোগও দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পরই তদন্তে নেমেছে সেখানকার পুলিশ।
এই অভিযোগ দায়ের হওয়ার কয়েক ঘণ্টা আগেই গ্রিসের অন্য একটি দ্বীপে পর্যটকের দেহ উদ্ধার হয়েছিল।
গ্রীষ্মকালে ইউরোপিয় পর্যটকদের জন্য গ্রিস অত্যন্ত পছন্দের জায়গা। অত্যন্ত নিরাপদও।
সেই গ্রিসে পরপর এই দুই ঘটনা সেখানকার প্রশাসনের চাপ বাড়াল।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.