Advertisement
Advertisement
Celebrity Der Durga Puja

অন্তরা মিত্রের পুজোর গানে প্রান্তিকা-শ্যামৌপ্তির যুগলবন্দি

পুজোর গানে শরতের আমেজ ছড়াবেন শ্যামৌপ্তি-প্রান্তিকা।

পুজো মানে দেদার শপিং আর পেটপুজো নয়। পুজো মানে পুজোর গানও। ঠিক সেই আমেজ নিয়েই এবার পুজোর গান,'বলো মা দুগ্গা মায়ের জয়'।

কৃষ্ণেন্দু রাজ আচার্যর সুরে ও কথায় দুর্গা পুজোর এই মিউজিক ভিডিওতে দর্শক দেখতে পাবেন করেছে টলিউড এর দুই মিষ্টি নায়িকা প্রান্তিকা দাস ও এবং শ্যামৌপ্তি মুদলিকে।

বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ শ্যামৌপ্তি মুদলি। অন্যদিকে প্রান্তিকা কাজ করেছেন টলিউড ও বলিউডের ছবিতে।

উল্লেখ্য, দর্শক ও শ্রোতাদের কাছে বরাবর এক আলাদা জায়গা করে নিয়েছে পুজোর বাংলা গান। সারাবছর পুজোর নতুন গানের জন্য একসময় মুখিয়ে থাকতেন শ্রোতারা।

যদিও একটা সময় এই গানের অ্যালবাম নিয়ে সেভাবে শ্রোতাদের মধ্যে উন্মাদনা না দেখা দিলেও বেশকিছু ধরেই আবার দেখা যাচ্ছে সেই গানের আমেজ ফিরে আসছে।

বলিউড এর পাশাপাশি টলিউডেও একের পর এক হিট গান উপহার দিয়ে চলেছেন অন্তরা মিত্র। জগন্নাথ এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় জে মিউজিক লেবেল এর নির্দেশনায় এবার পুজোয় আর এক হিট গান নিয়ে আসলেন তিনি।

 ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এই গানের সুরে মেতে উঠেছে নেটিজেনরা। পরিচালনায় আর. চট্টোপাধ্যায়।