পুজোর বাকি আর মাত্র কয়েকটাদিন। কী কিনবেন আর কী কিনবেন না- মনে মনে সেই ব্লুপ্রিন্ট তৈরি শুরু করেছেন বহু মহিলা।
পুজোর ফ্যাশনের প্রসঙ্গ উঠলেই হালফিলের নায়িকারা কী পরছেন, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়। সেই অনুযায়ী কেনাকাটিও করেন অনেকে।
বর্তমানে যেমন ফ্যাশনে ইন 'কো অর্ড সেট' (Co Ord Set)। জামা এবং প্যান্ট একরকম হলে তাকে 'কো অর্ড সেট' বলে। তা সে এক রঙের হতে পারে। কিংবা ফ্লোরাল। ফ্যাশন বিশেষজ্ঞদের দাবি, সত্তরের দশকেও এই ধরনের 'কো অর্ড সেট' খুবই জনপ্রিয়তা পেয়েছিল।
সারা বছর অফিসে পরার জন্য প্রিন্টেড 'কো অর্ড সেট' ফ্যাশনে ইন। রাস্তাঘাটে বহু মহিলাকে এই ধরনের পোশাকে দেখা যাচ্ছে। করিনা কাপুর-সহ একাধিক সেলিব্রিটিকেও প্রায়শয়ই ফ্লোরাল 'কো অর্ড সেট' পরতে দেখা গিয়েছে।
পালাজো প্যাটার্ন কিংবা ফ্লেয়ার্ড প্যান্ট প্যাটার্ন 'কো অর্ড সেট'ও বেশ জনপ্রিয়। যাঁরা সাধারণত পা চাপা প্যান্ট পরতে ভালোবাসেন না, তাঁরা এই ধরনে 'কো অর্ড সেট' খুবই পছন্দ করেন।
পুজোর ফ্যাশনে বিশেষত্বের ছোঁয়া রাখতে চাইলে 'কো অর্ড সেটে'র সঙ্গে লেয়ারিং পোশাক পরতে পারেন। পোশাকের সঙ্গে ব্লেজার, ডেনিম জ্যাকেট পরতে পারেন।
ফ্যাশন ট্রেন্ডের কথা ভেবে শুধু 'কো অর্ড সেট' পরলেই চলবে না। পুজোয় এই ধরনের পোশাক পরলে কিছু বিষয় মাথায় রাখতেই হবে। 'কো অর্ড সেট' যেন খুব বেশি ঢিলেঢালা না হয়। আর অবশ্যই প্রিন্ট বাছাইয়ের ক্ষেত্রে নিজের চেহারার কথা মাথায় রাখুন। যেহেতু এই ধরনের পোশাক আপার এবং লোয়ার একই রকম হয়, তাই রং নির্বাচনের আগেও সতর্ক হওয়া প্রয়োজন।
'কো অর্ড সেট'-এর সঙ্গে ব্যাগ এবং জুতোও মানানসই হওয়া প্রয়োজন। পুজোর দিনে বেরনো তো আর নিত্যদিনের অফিসে যাওয়া নয়। তাই সঙ্গে টুকিটাকি গয়না থাকাও প্রয়োজন। নইলে সাজটাই মাটি।
'কো অর্ড সেটে'র সঙ্গে লোফার্স পরতে পারেন। স্নিকার্সের সঙ্গেও এই ধরনের পোশাক মানাবে ভালোই। স্লিক হিল অথবা স্যান্ডেলও বাছতে পারেন। তবে স্লিপার্স না পরাই ভালো।
'কো অর্ড সেট' পরলে ক্যাজুয়াল লুকই ভালো মানায়। খুব বড় ব্যাগ না নেওয়াই ভালো। হ্যান্ডব্যাগ নিতে পারেন। কিংবা টোট ব্যাগ বা ক্লাচ নিতে পারেন।
এই ধরনের পোশাকের সঙ্গে ভারী গয়না মোটেও মানায় না। তাই ছোট হার, হাতে বালা কিংবা ঘড়ি পরতে পারেন। কানের দুলও যেন খুব বেশি বড় না হয়, সেদিকে খেয়াল রাখতে ভুলবেন না।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.