Advertisement
Advertisement
Durga Puja Fashion

পুজোর সাজে অনুষা-আদিত্যর প্রেম জমে ক্ষীর! সংবাদ প্রতিদিন-এর জন্য তারকাজুটিকে সাজালেন অভিষেক রায়

পুজোর সাজে সংবাদ প্রতিদিন-এর ফ্রেমে 'লাভ বার্ডস' অনুষা-আদিত্য।

১২

পুজো মানেই বাঙালির ফ্যাশন পার্বণ। একেক দিনের জন্য একেকটা সাজ তোলা থাকে। অনুষা-আদিত্যও তার ব্যতিক্রম নন। 'রয় ক্যালকাটা'র পোশাকে পুজোর সাজে বাজিমাত করতে প্রস্তুত টলিপাড়ার 'লাভ বার্ডস'।

১২

সংবাদ প্রতিদিন-এর জন্য অনুষা বিশ্বনাথন, আদিত্য সেনগুপ্তকে সাজালেন পোশাকশিল্পী অভিষেক রায়।

১২

বন্ধুদের সঙ্গে গেট টুগেদার হোক কিংবা সপরিবারে প্যান্ডেল হপিং থেকে দশমীর বিদায়বেলায় কেমন হবে সাজ? অভিষেকের ডিজাইন করা পোশাকে টিপস দিলেন অনুষা-আদিত্য।

১২

ষষ্ঠীতে দিনের বেলা কোনও প্ল্যান থাকলে অনায়াসে বেছে নিতে পারেন অনুষা-আদিত্যর মতো ক্যাজুয়াল পোশাক। নীল গাউনে অনন্যা অনুষা আর পাঞ্জাবিতে আদিত্যর মতো লুক কিন্তু জমে যাবে।

১২

সপ্তমীর জন্য বেছে নিতে পারেন হালকা ট্র্যাডিশনাল পোশাক। কারণ দীর্ঘক্ষণ বাড়ির বাইরে আড্ডা দিতে হলে কমফর্ট পোশাক মাস্ট! এক্ষেত্রে অনুষার মতো ঢাকাই জামদানির নুডল স্ট্র্যাপ ড্রেস বেছে নিতে পারেন। আর পুরুষসঙ্গীরা চোখ বন্ধ করে আদিত্যর মতো প্রিন্টেড কটন কুর্তা বেছে নিন।

১২

পুজোর সাজে থাকুক আভিজাত্যের ছোঁয়া। রয় ক্যালকাটার পোশাক, জলসাঘরের গয়নায় অনুষা। লাল পাঞ্জাবিতে যোগ্য সঙ্গত আদিত্যর।

১২

শিফন সিল্কের পপ পিঙ্ক রঙের শাড়ির সঙ্গে বেলুন স্লিভসের ব্লাউজ দারুণ কম্বিনেশন। একটু ওয়াইন, একটু আড্ডা, আর প্রেম... অষ্টমী বা নবমী কিন্তু জমে যাবে।

১২

তার সঙ্গে রুপো কিংবা বাজার চলতি অক্সিডাইজের গয়নাতেও সাজতে পারেন। রয় ক্যালকাটার পোশাকে রেট্রো লুকে অনুষা-আদিত্য।

১২

আর দশমীর বিদায়বেলায় এবার নাহয় লাল-সাদা তোলা থাক! পরিবর্তে অনুষার মতো 'গোল্ডেন লুক' বেছে নিতে পারেন। সঙ্গে থাকুক জমকালো ব্লাউজ।

১০ ১২

বরং পুরুষদের পোশাকে থাকুক লাল-সাদার ছোঁয়া। আদিত্যর মতো লাল পাঞ্জাবির সঙ্গে বেছে নিতে পারেন লাল পাড়ের সাদা ধুতি। জুটির কনট্রাস্ট লুকে কেউ চোখ ফেরাতে পারবে না।

১১ ১২

অনুষাকে শাড়িতে দেখতেই বেশি ভালোবাসেন আদিত্য। সিংহভাগ পুরুষসঙ্গীরাই অবশ্য পুজোর কটা দিন প্রেমিকাকে ট্র্যাডিশনাল পোশাকে দেখতেই পছন্দ করেন।

১২ ১২

মডেল : অনুষা বিশ্বনাথন ও আদিত্য সেনগুপ্ত পোশাক : অভিষেক রায়, রয় ক্যাটকাটা অলঙ্কার : অভিষেক রায়, জলসাঘর মেকআপ : প্রীতম দাস চিত্রগ্রাহক : শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়, ব্রতীন কুণ্ডু ও সুমন দাস লোকেশন :ফেয়ারফিল্ড কলকাতা, রাজারহাট স্টাইলিং : বিদিশা চট্টোপাধ্যায় কোঅর্ডিনেশন : শম্পালী মৌলিক প্রযোজনা: বৃষ্টি ভাণ্ডারী