Advertisement
Advertisement
Durga Puja Lifestyle

দশমীর সিঁদুরখেলায় কীভাবে সাজবেন বুঝতে পারছেন না? রইল টিপস

কোন ধরনের গয়না পরবেন?

১০

আসি আসি করে পুজো আসতেই যেন শেষ। চোখের নিমেষে এবার পালা উমা বিদায়ের। আর মা দুর্গার বিদায় মানে সিঁদুরখেলা। প্রায় প্রতিটি বাঙালি বিবাহিত মহিলা বিজয়া দশমীতে মেতে ওঠেন সিঁদুরখেলা। দেবী প্রতিমাকে বরণের পর একে অপরকে সিঁদুর মাখিয়ে দেন।

১০

চিরাচরিত এই রীতিতে অংশ নিতে প্রায় প্রত্যেক বিবাহিত মহিলারা বিশেষ উৎসাহী। উমা বিদায়ে মনখারাপ হয় ঠিকই, তবে সাজগোজে কোনও খামতি যেন না থাকে, সেদিকে খেয়াল রাখেন সকলেই।

১০

সিঁদুরখেলায় অবশ্যই বেছে নিন শাড়ি। একেবারে বলিউড, টলিউড নায়িকাদের মতো জমিয়ে সাজতেই পারেন।

১০

সাদা-লাল পাড় তাঁত কিংবা সুতির শাড়িও পরতে পারেন। তাতে সিঁদুরের দাগ লেগে গেলে তোলার সমস্যা কম।

১০

মন চাইলে সিঁদুরখেলায় লাল বেনারসিও পরতে পারেন। তার সঙ্গে মানানসই গয়নাগাটি পরলে মন্দ লাগবে না। তবে অবশ্যই সিঁদুরখেলার পর বেনারসি ড্রাই ওয়াশ করাতে ভুলবেন না। তাতে শাড়ির ক্ষতি হবে।

১০

শাড়ির সঙ্গে অবশ্যই মানানসই গয়না পরতে ভুলবেন না। সোনার গয়নাগাটি পরতে পারেন। সঙ্গে শাঁখা-পলায় একেবারে সাবেকি সাজ।

১০

আবার সাদা-লাল পাড় শাড়ির সঙ্গে হালফিলের গয়নাগাটিও পরতে পারেন। মানানসই হলেই হল।

১০

দশমীর সাজ জমকালো হওয়াই ভালো। কারণ, সিঁদুরখেলার পর মুখ লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। লিকুইড ফাউন্ডেশন, ময়েশ্চারাইজার আর প্রাইমার অবশ্যই ব্যবহার করুন।

১০

সঙ্গে চোখে কাজল, মাসকারা তো আছেই। চেষ্টা করুন লাল কোনও শেডের লিপস্টিক ব্যবহার করতে। তাতে আপনার সাজ আরও সুন্দর হয়ে উঠবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

১০ ১০

দশমীর সাজে পূর্ণতা আনে টিপ। কপালে থাক বড় লাল টিপ। যা আপনাকে আরও সুন্দর করে তুলতে বাধ্য।