পুজোয় শহরের ব্যস্ততা থেকে দূরে থাকতে চান? জঙ্গল, নদীর মাঝে অক্সিজেন নিতে চান? কিংবা জঙ্গল সাফারিতে বন্যপ্রাণীর গতিবিধি চাক্ষুস করতে চান? তবে আপনার গন্তব্য হতে পারে ডুয়ার্স।
আপনার কি গরুমারা, জলদাপাড়ার সাফারির অভিজ্ঞতা রয়েছে? তবে এবার অবশ্যই ডুয়ার্সের বাড়তি আকর্ষণ মাঝেরডাবরি মা প্যারাডাইস ওয়ার্ল্ডের গ্লাস টাওয়ার।
এর আগে মা প্যারাডাইস ওয়ার্ল্ডে ছিল ওয়াটার পার্ক, স্নো ওয়ার্ল্ড-সহ নানা বিনোদনমূলক বন্দোবস্ত। গ্লাস টাওয়ার মা প্যারাডাইস ওয়ার্ল্ডের আকর্ষণ যে দ্বিগুণ করেছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
গুজরাটের পর বাংলার আলিপুরদুয়ারে গ্লাস টাওয়ার তৈরি হয়েছে। গুজরাটের গ্লাস টাওয়ারটি নাকি গত জুলাইতে চালু হয়। মাঝেরডাবরি মা প্যারাডাইস ওয়ার্ল্ডের কর্ণধারের দাবি, গত বছর ডিসেম্বরে গ্লাস টাওয়ার তৈরির কাজ শেষ হয়েছে। উদ্বোধন হয় চলতি বছরের ৩ সেপ্টেম্বর।
আলিপুরদুয়ারের গ্লাস টাওয়ারের উচ্চতা ৯৮ ফুট। সিঁড়ি বেয়ে ৭৩ ফুট পর্যন্ত পৌঁছতে পারবেন পর্যটকরা। একসঙ্গে ২৫ জন চড়তে পারবেন গ্লাস টাওয়ারে।
আকর্ষণীয় এই গ্লাস টাওয়ারে চড়ে ডুয়ার্সের নদী, জঙ্গল চাক্ষুস করতে পারবেন। গ্লাস টাওয়ারে রয়েছে দোলনা, সেলফি জোন, দূরবীনের বন্দোবস্ত।
এবার নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে, এই গ্লাস টাওয়ারে চড়তে খরচ হবে কত? খরচ একেবারেই কম। মাত্র ২০০ টাকা খরচেই গ্লাস টাওয়ারে চড়তে পারবেন পর্যটকরা। তাই ডুয়ার্স ভ্রমণের পরিকল্পনা করলে গ্লাস টাওয়ার যাওয়ার কথা ভুলবেন না।
ইতিমধ্যে বেশ কয়েকজন পর্যটকের গ্লাস টাওয়ার ঘোরা হয়ে গিয়েছে। এই গ্লাস টাওয়ারে চড়ে অভিভূত পর্যটকরা।
পুজোর সময় গ্লাস টাওয়ারে পর্যটকের ভিড় আরও বাড়বে বলেই আশা কর্তৃপক্ষের। সূত্রের খবর, ভিড় সামাল দিতে ইতিমধ্যে নানা ভাবনাচিন্তাও করা হয়েছে। ছবি ও তথ্য: রাজ কুমার।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.