বেড়াতে গিয়ে প্রেমে পড়লেন ব্রিটিশ তরুণী। মজলেন এক ওয়েটারে সঙ্গে। প্রেমে পড়া নতুন নয়। কিন্তু প্রেমে পড়ার কারণটা অদ্ভুত।
বার্মিংহামের বাসিন্দা ২১ বছর বয়সি বেথ উইনস্টোন পরিবারের সঙ্গে গ্রিসে বেড়াতে যান। সেখানেই দেখা হয় ২৫ বছরের গ্যাবরিয়েল আলিয়ার সঙ্গে। তিনি রেস্তরাঁয় কাজ করতেন।
প্রথম দিন থেকেই বেথের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন গ্যাবরিয়েল। দিন দুয়েক পর দুজনে বেড়াতে যান। সেখানেই প্রেমে পড়েন বেথ। কেন?
তরুণী নিজেই জানিয়েছেন, গ্যাবরিয়েল নিজে পেগ বানিয়েছিলেন। মুখে শটস ঢেলে দিয়েছিলেন। তাঁর শটস খাওয়ার স্টাইল আর পেগ বানানো দেখে মজে যান।
যদিও এটাই একমাত্র কারণ নয়। কিছুদিন আগে বেথের সম্পর্ক ভেঙেছিল। 'ব্রেকাপ' হয়েছিল খুব খারাপভাবে। প্রেম থেকে বিশ্বাসই উঠে গিয়েছিল তাঁর।
বেথকে নতুন করে প্রেমে পড়তে বাধ্য করেন গ্যাবরিয়েল। তাঁকে আবার পুরনো জীবন ফিরিয়ে দেন তিনি। আর তাতেই প্রেম।
বার্মিংহামে ফিরে এসেও বেশিদিন একা থাকতে পারেননি বেথ। দু'সপ্তাহের মধ্যে গ্রিসে ফিরে যান।
তখনই বেথকে প্রেম নিবেদন করেন গ্যাবরিয়েল। সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান তরুণী।
এরপর চুটিয়ে প্রেম চলে। বার্মিহাম ছেড়ে বেথ গ্রিসে চলে আসেন। কিন্তু কাজ পাচ্ছিলেন না।
অবশেষে দুজনেই লন্ডনে চলে যান। সেখানেই লিভ টুগেদার করছেন।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.