Advertisement
Advertisement
Howrah

রাতভর বৃষ্টিতে ডুবেছে দুর্গাপুজোর মণ্ডপ, একতলার বহু ঘর জলমগ্ন, রইল হাওড়ার জলছবি…

হাওড়ার টিকিয়াপাড়া কারশেডেও জল জমে রয়েছে।

সোমবার রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা-সহ শহরতলির একাধিক এলাকা। জলবন্দি শহরের বিস্তীর্ণ এলাকা। হাওড়া শহরের গোটা রাত ভারী বৃষ্টি হয়েছে। শহরের একাধিক জায়গা জলের তলায়। জলবন্দি বহু এলাকার বাসিন্দা। একাধিক দুর্গাপুজোর মণ্ডপও জলের তলায়। বেলিসিয়াস লেনে জাতীয় সেবা দলের পুজো মণ্ডপ কার্যত জলের তলায়। নিজস্ব চিত্র

সোমবার রাত প্রায় সাড়ে এগারোটা থেকে সকাল ছ'টা পর্যন্ত টানা বর্ষণে বিপর্যস্ত হাওড়া। ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে শহরে। ৫০টি ওয়ার্ডের মধ্যে অর্ধেকের বেশি বিপর্যস্ত। নিজস্ব চিত্র

জলে ভাসছে বেনারস রোড, বেলিলিয়াস রোড, পঞ্চানন তলা রোড, ইস্ট ওয়েস্ট বাইপাস, শৈলেন মান্না সরণি। সব থেকে খারাপ অবস্থা মধ্য হাওড়ার। নিজস্ব চিত্র

বড় বড় বেশ কয়েকটি পুজো মণ্ডপ জলের তলায়। জরুরী ভিত্তিতে সমস্ত পাম্প চালিয়ে জল বের করার চেষ্টা চালাচ্ছে হাওড়া পুরসভা। নিজস্ব চিত্র

বেলা বারোটা থেকেই শুরু হয়েছে জোয়ার। ফলে লকগেট সব বন্ধ রয়েছে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। পাম্প চললেও কখন জল নামবে? সেই বিষয়ে এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না। পরিস্থিতি মোকাবিলার জন্য প্রশাসন সব রকম চেষ্টা চালাচ্ছে। নিজস্ব চিত্র

হাওড়ার টিকিয়াপাড়া কারশেডেও জল জমে রয়েছে। ফলে হাওড়া থেকেও এদিন ট্রেন চলাচলে সমস্যা দেখা দিয়েছে। পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের পরিষেবা ব্যাহত। বাতিল একাধিক ট্রেন। নিজস্ব চিত্র

মধ্য হাওড়ার পঞ্চানন তলা রোডে পাগলা ফৌজ ক্লাবের মণ্ডপও জল ঢুকেছে। এলাকার অনেক বাড়ির একতলাতেও জল ঢুকেছে। নিজস্ব চিত্র

ডুমুরজলা স্টেডিয়ামের কাছে শৈলেন মান্না সরণীতে প্রায় কোমর সমান জল দেখা যায়। সেই জল ভেঙেই সাধারণ অফিসযাত্রীরা কাজে বেরিয়েছিলেন। নিজস্ব চিত্র

বেরিলিয়াস লেনে বহু বাড়ির একতলাতেও ঢুকে গিয়েছে জল। টিউবওয়েলও প্রায় জলের তলায়। জলবন্দি এলাকার বাসিন্দারা। নিজস্ব চিত্র