ফের বিতর্কে ১৭ বছরের বিস্ময় প্রতিভা লামিনে ইয়ামাল। দিন কয়েক আগেই জল্পনা ছড়ায়, ৩০ বছর বয়সি মডেল ফাতি ভাজকুয়েজের প্রেমে হাবুডুবু খাচ্ছে বার্সেলোনার তারকা। এবার নাম জড়াল এক পর্নস্টারের সঙ্গে।
২৯ বছর বয়সি ক্লদিয়া বাভেল বিস্ফোরক অভিযোগ করেছেন। স্পেনের একটি টিভি শোয়ে বাভেলের বক্তব্য, ইয়ামাল নাকি বাড়িতে ডেকেছে। যেহেতু স্পেনের ফুটবলার প্রাপ্তবয়স্ক নয়, তাই তিনি পিছিয়ে আসেন।
যদিও এই অভিযোগের পালটা দিয়েছেন ইয়ামাল। তার দাবি, বাভেল নিজেই দেখে করতে চেয়েছিলেন। কিন্তু বার্সা তারকা তাতে রাজি হয়নি। এমনকী কখনও বাভেলের সঙ্গে তার দেখাও হয়নি।
স্পেনের ইউরো জয়ের অন্যতম নায়কের আরও বক্তব্য, সে মায়ের সঙ্গে থাকে। আবার এটার জবাব দিয়েছেন বাভেল। পর্নতারকা জানান, ইয়ামাল একাই থাকে। কিন্তু অযথা খ্যাতি পাওয়ার কোনও পরিকল্পনা তাঁর নেই।
কিন্তু এতেও গোলযোগ থামলে তো! ফের পালটা দিয়েছে ইয়ামাল। সে জানায়, বাভেল মিথ্যা কথা বলেছে, আর সেটা তিনি মেসেজ করে স্বীকারও করেছেন। সেটার স্ক্রিনশটও নাকি ইয়ামালের কাছে আছে।
এর আগে ইয়ামালের আপলোড করা ছবি থেকে জল্পনা ছড়ায় ফাতি ভাজকুয়েজের সঙ্গে প্রেমের। যেখানে সুইমিং পুলের পাশে একটি গাছের ছবি রয়েছে। তার পিছনে সমুদ্র ও আকাশ। ঘটনাচক্রে একই ছবি দেখা যায় ফাতি ভাজকুয়েজের ইনস্টাগ্রামে আপলোড করা ছবিতেও। অনেকে আবিষ্কার করেন, ৩০ বছর বয়সি মডেল 'দুষ্টু' ওয়েবসাইট 'অনলিফ্যানস'-এও আছেন।
এর আগে ইয়ামালের সম্পর্ক ছিল স্পেনেরই অ্যালেক্স পাদিয়ার সঙ্গে। এমনকী ইউরো জেতার ১৯ বছর বয়সি মডেলের মাঠেই একসঙ্গে ছবি তোলেন। কিন্তু অনেকের মতে, পাদিয়া অন্য সম্পর্কে জড়িয়ে পড়েন। সেই কারণে ইয়ামালের সঙ্গে তাঁর সম্পর্ক ভাঙে।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.