এশিয়া কাপ ফাইনালে প্রথমবার মুখোমুখি ভারত এবং পাকিস্তান। এর আগে ৮বার এশীয় সেরার শিরোপা গিয়েছে মেন ইন ব্লুর দখলে। সবমিলিয়ে পাঁচজন ভারত অধিনায়কের হাত ধরে এশিয়া কাপ এসেছে ভারতের ঘরে।
১৯৮৪ সালে প্রথমবার এশিয়া কাপ জেতে ভারত। সেবার কেবল ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কাই খেলেছিল এশিয়া কাপে। পয়েন্টের বিচারে পাকিস্তানকে পিছনে ফেলে ট্রফি জিতে নেয় সুনীল গাভাসকরের নেতৃত্বাধীন ভারত।
১৯৮৮ সালে দ্বিতীয়বার এশিয়া কাপ আসে ভারতে। অধিনায়ক দিলীপ বেঙ্গসরকারের নেতৃত্বে জেতে ভারত। চারটি দেশের মধ্যে টুর্নামেন্টের ফাইনালে ওঠে ভারত এবং শ্রীলঙ্কা। চ্যাম্পিয়ন হয় ভারত।
পরের সংস্করণেও ফের এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় ভারত। প্রথম দল হিসাবে পরপর দু'বার এশিয়া কাপ জেতার নজির গড়ে মেন ইন ব্লু। ১৯৯০-৯১ এশিয়া কাপে ভারতের অধিনায়ক ছিলেন মহম্মদ আজহারউদ্দিন।
তার পরের মরশুমেও ফের এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত। অধিনায়ক হিসাবে টানা দু'বার এশিয়া কাপ জেতার নজির গড়েন আজহার। ১৯৯৫ সালের ফাইনালে মেন ইন ব্লু হারায় শ্রীলঙ্কাকে।
তারপর দীর্ঘদিন এশিয়া কাপ আসেনি ভারতের ঘরে। ২০১০ সালে ট্রফিখরা কাটে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির হাত ধরে। সেবারও ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ট্রফি জেতে ভারত।
৬ বছর পর ২০১৬ সালে আবারও মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে এশিয়া কাপ জেতে ভারত। তবে এবার খেতাবি যুদ্ধে ভারতের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। তাদের হারিয়ে মহাদেশের সেরা হয় মেন ইন ব্লু।
২০১৮ সালে অধিনায়ক রোহিত শর্মার হাত ধরে এশিয়া কাপ আসে ভারতের ঘরে। সেবারও বাংলাদেশকে ফাইনালে হারায় ভারত। হাড্ডাহাড্ডি ম্যাচ শেষে ট্রফি জেতেন রোহিতরা।
শেষবার এশিয়া কাপ হয়েছিল ২০২৩ সালে। একপেশে ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে কাপ জেতে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। ২০২৫-এ এসে ভারতের সামনে নবম খেতাব জয়ের হাতছানি, নতুন অধিনায়কের হাত ধরে।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.