Advertisement
Advertisement
2007 T20 World Cup

কেউ সাংসদ, কেউ এখনও হাঁকাচ্ছেন ছক্কা! ১৮তম বর্ষপূর্তিতে ২০০৭-এর বিশ্বজয়ীদের ফিরে দেখা

২০০৭ সালে আজকের দিনেই পাকিস্তানকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ জিতেছিল ভারত।

১১

মহেন্দ্র সিং ধোনি- ২০০৭ সালে প্রথমবার জাতীয় দলের অধিনায়কত্ব করেই বিশ্বকাপ জিতিয়েছিলেন দলকে। এখনও আইপিএলে মাহির ব্যাটিং দেখতে মুখিয়ে থাকেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু নিজেকে আড়ালে রাখতেই ভালোবাসেন ক্যাপ্টেন কুল। নিজের ফার্মের কাজে ব্যস্ত থাকেন রাঁচিতে।

১১

গৌতম গম্ভীর- ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হয়েছিলেন। আইপিএলে দুবছর মেন্টর ছিলেন লখনউ সুপার জায়ান্টসের। তারপর কেকেআরের মেন্টর হিসাবে দায়িত্ব নেন, চ্যাম্পিয়ন করেন দলকে। বর্তমানে ভারতীয় দলের কোচ তিনি। বেশ কিছু সাফল্য এসেছে তাঁর কোচিং জমানায়।

১১

যুবরাজ সিং- এক ওভারে ছয় ছক্কা হাঁকিয়ে উদ্বোধনী বিশ্বকাপ মাতিয়ে দিয়েছিলেন। তার পর মারণ রোগ ক্যানসারকে হারিয়ে খেলেছিলেন ২০১৪ টি-২০ বিশ্বকাপ ফাইনালও। আপাতত সমাজসেবামূলক কাজে ব্যস্ত তিনি। তবে সম্প্রতি বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত থাকায় ইডি তলব করেছিল তাঁকে।

১১

ইউসুফ পাঠান-ক্রিকেটের পাশাপাশি তিনি নেমে পড়েছেন রাজনীতির ময়দানে। ২০২৪ লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে জিতে সাংসদ হয়েছেন। হেভিওয়েট প্রতিপক্ষ, কংগ্রেসের পাঁচবারের সাংসদ অধীর চৌধুরীকে তাঁর 'গড়' বহরমপুর থেকে হারিয়েছেন ইউসুফ। অবসরপ্রাপ্তদের ক্রিকেটে নিয়মিত দেখা যায় তাঁকে।

১১

রবিন উথাপ্পা- পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের টুর্নামেন্টে প্রায়শই দেখা যায় তাঁকে। পাশাপাশি ধারাভাষ্যকার হিসাবেও কাজ করছেন তিনি। তবে পিএফ কেলেঙ্কারির মতো বড়সড় আর্থিক দুর্নীতিতে জড়িয়েছেন উথাপ্পা।

১১

রোহিত শর্মা- সেদিনের বিশ্বকাপজয়ী তরুণ ক্রিকেটার ভারতীয় দলের অধিনায়ক হিসাবেও টি-২০ বিশ্বকাপ জিতেছেন। তিন ফরম্যাটের বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছেন রোহিত, হারতে হয়েছে দুবার। তৃতীয়বারের চেষ্টায় ট্রফি জিতেছেন হিটম্যান। চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছেন অধিনায়ক হিসাবে।

১১

ইরফান পাঠান- ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আপাতত ধারাভাষ্য দেন নানা টুর্নামেন্টে। ভাই ইউসুফের সঙ্গে মিলে ক্রিকেট অ্যাকাডেমিও চালান। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে অংশ নিয়েছিলেন নাচের রিয়্যালিটি শো 'ঝলক দিখলা যা'তে। বর্তমানে অবসরপ্রাপ্তদের ক্রিকেটে নিয়মিত দেখা যায় তাঁকে।

১১

এস শ্রীসন্ত- দুটি বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নাম জড়ায় গড়াপেটা কাণ্ডে। নির্বাসিত হন ক্রিকেট থেকে। তার পর থেকে সিনেমায় অভিনয় করেছেন, অংশ নিয়েছেন রিয়্যালিটি শোয়ে। বিজেপির টিকিটে কেরলের বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তবে কংগ্রেস প্রার্থীর কাছে হেরে যান।

১১

যোগীন্দর শর্মা-বিশ্বজয়ের সেই অবিস্মরণীয় ওভারের বোলার ছিলেন। মিসবা-উল-হকের উইকেট তুলে নিয়ে ম্যাচ জেতান ভারতকে। বিশ্বজয়ের পরের মাসেই যোগ দেন হরিয়ানা পুলিশে। ডিএসপি হিসাবে কর্মরত ছিলেন। তবে ২০২৩ সালে একটি আত্মহত্যার ঘটনায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে হরিয়ানা পুলিশ।

১০ ১১

আর পি সিং- সম্ভাবনা থাকলেও তাঁর কেরিয়ার সেভাবে তৈরি হয়নি। আপাতত ক্রিকেট থেকে অবসর নিয়েছেন প্রাক্তন পেসার। বর্তমানে ধারাভাষ্যকার হিসাবেই তাঁকে দেখা যায় টিভির পর্দায়।

১১ ১১

হরভজন সিং- ক্রিকেট থেকে অবসর নিয়ে রাজনীতিতে যোগ দিয়েছেন। ২০২২ সালে আপ থেকে সাংসদ হিসাবে মনোনীত হন। এছাড়াও একাধিক সিনেমা এবং টিভি শোয়ে তাঁকে দেখা গিয়েছে। পাশাপাশি ধারাভাষ্যকার হিসাবেও কাজ করেন তিনি।