Advertisement
Advertisement
Mamata Banerjee

দুর্গতদের পাশে মমতা, বিধ্বস্ত উত্তরে লেন্সবন্দি ‘দিদি’র তৎপরতা

হড়পা বানে ভেসে গিয়েছে উত্তরবঙ্গের একাধিক এলাকা।

১০

হড়পা বানে ভেসে গিয়েছে উত্তরবঙ্গের একাধিক এলাকা। গত শনিবার রাতে ভয়াবহ বৃষ্টি হয়েছিল উত্তরবঙ্গের জেলাগুলিতে। ভুটান থেকে নেমে আসা জলে বিপর্যস্ত হয় আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারের একাধিক এলাকা। বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে উত্তরবঙ্গ। পরিস্থিতি মোকাবিলার জন্য দ্রুত কাজ চালাচ্ছে প্রশাসন। পরিস্থিতি খতিয়ে দেখতে ফের উত্তরবঙ্গ গিয়েছেন মুখ্যম্পন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র

১০

এদিন নাগরাকাটায় পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। বামনডাঙার টোন্ডু রিলিফ ক্যাম্পে পৌঁছে গিয়েছিলেন তিনি। সেখানেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলি রয়েছে। সাধারণ মানুষদের মধ্যে এদিন পৌঁছে যান মুখ্যমন্ত্রী। এক শিশুকে পরম স্নেহে কোলে তুলে নেন। কথা বলেন সাধারণ বাসিন্দাদের সঙ্গে। নিজস্ব চিত্র

১০

উত্তরবঙ্গের বহু এলাকার পথঘাট এখনও মেরামত হয়নি। যান চলাচলের যোগ্য নয় অনেক রাস্তাই। এই অবস্থায় উত্তরবঙ্গ পুনর্গঠনের কাজ দেখতে গিয়ে পায়ে হেঁটেই এলাকা ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।দ্রুত মেরামতির আশ্বাস দিলেন। পাশাপাশি নাগরাকাটায় মৃতদের পরিবারকে অর্থ সাহায্য ও চাকরির নিয়োগপত্র দিলেন তিনি। নিজস্ব চিত্র

১০

বামনডাঙার ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার-সহ তৃণমূলের নেতা, সরকারি আধিকারিকরা। সোমবার দুপুর হতেই আলিপুরদুয়ারের হাসিমারার গেস্ট হাউস থেকে মুখ্যমন্ত্রী বেরিয়ে পড়েন এলাকা পরিদর্শনে। রাস্তার যতটুুকু গাড়ি যেতে পেরেছে, ততটুকুই তিনি গাড়ি করে যান। তারপরই নাগরাকাটায় খারাপ রাস্তা দেখে নেমে পড়েন। নিজস্ব চিত্র

১০

আধিকারিকদের নির্দেশ দেন, যুদ্ধকালীন তৎপরতায় এইসব রাস্তা ও সেতু মেরামতির কাজ করতে হবে। এরপর তিনি ওই ক্যাম্পে পৌঁছন। সেখানে মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। তাঁদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। পরিবারের সদস্যদের হাতে তুলে দেন ৫ লক্ষ টাকার চেক ও হোমগার্ডের চাকরির নিয়োগপত্র। নিজস্ব চিত্র

১০

ফের উত্তরবঙ্গের প্লাবনের জন্য ভুটানকে দায়ী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "ভুটানের জলে আমাদের এখানে প্রাণহানি ঘটেছে। ওরাও ক্ষতিপূরণ দিক, আমরা সেটা চাই। পাশাপাশি ইন্দো-ভুটান রিভার কমিশন গড়ারও দাবি জানাচ্ছি আবার।” নিজস্ব চিত্র

১০

রবিবার বিকেলে আলিপুরদুয়ারের হাসিমারায় পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বন্যায় ক্ষতিগ্রস্ত আলিপুরদুয়ার পুনর্গঠনের কাজ কেমন চলছে, তা নিয়ে এদিনই জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। নিজস্ব চিত্র

১০

রবিবার উত্তরবঙ্গ যাওয়ার আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, বিপর্যয় মোকাবিলায় ভালো কাজের জন্য পুরস্কৃত করা হবে। সে কথাই রাখলেন তিনি। বিকেলে আলিপুরদুয়ারে পৌঁছেই বিপর্যয় মোকাবিলায় কাজ করা ৮ জনকে পুরস্কৃত করলেন। তাঁদের হাতে তুলে দেওয়া হল সরকারি শংসাপত্র। জেলা প্রশাসন সূত্রে খবর, আরও কয়েকজনকে এভাবে পুরস্কৃত করা হবে। নিজস্ব চিত্র

১০

মালবাজারে কিছুক্ষণের জন্য দাঁড়ান মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে কথা বলার জন্য স্থানীয়রাও উৎসুক ছিলেন। পথচলতি এবং বাসে করে স্কুল থেকে বাড়ি ফেরা ছাত্রছাত্রীদের চকোলেট, কেক, বিস্কুট দেন মুখ্যমন্ত্রী। নিজস্ব চিত্র

১০ ১০

উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার পরিস্থিতি খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী। মিরিকেও মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলে খবর। নিজস্ব চিত্র