Advertisement
Advertisement
Durga Puja Travel

পুজোয় শহর থেকে দূরে যাবেন ভাবছেন? নতুন রেলপথে ঘুরে আসুন মিজোরাম

এই পুজোর সফর জমে উঠুক উত্তর-পূর্ব ভারতের মিজোরামে।

রেল পরিষেবায় কার্যত বিপ্লব হতে চলেছে উত্তর-পূর্ব ভারতে। এই প্রথম রেলপথে যুক্ত হতে চলেছে কলকাতা ও মিজোরাম। খুব শীঘ্রই মিজোরামের সাইরাং পর্যন্ত রেল যোগাযোগ ব্যবস্থা চালু স্রেফ সময়ের অপেক্ষা। সব ঠিক থাকলে পুজোর আগেই তিলোত্তমা থেকে এক্সপ্রেস ছুটবে ‘পূর্ব ভারতের স্কটল্যান্ডে’র পথে।

এতে রাজধানী আইজলের সঙ্গে দূরত্ব আরও কমে গেল। সাইরাং থেকে আইজল মাত্র ১০ থেকে ১২ কিলোমিটার দূরে। এই নতুন ট্রেনের হাত ধরে দুর্গাপুজোর ছুটিতে পর্যটন আরও ফুলেফেঁপে উঠবে বলে আশায় বুক বাঁধছে মিজোরামবাসী। তাই এই পুজোয় আপনার ডেস্টিনেশন যদি হয় মিজোরাম, সেক্ষেত্রে এখানকার কোন কোন জায়গায় ঘুরে দেখতে পারেন জেনে নিন।

মিজোরাম বেড়াতে গেলে অবশ্যই ঘুরে দেখুন লুংলেই। 'লুংলেই' শব্দের অর্থ পাথরের সেতু। তলাং নদীর উপর অবস্থিত একটি সেতু আকৃতির পাথর থেকেই এই নামকরণ। এই ছোট্ট শহরটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে গেলে ট্রেকিং, জঙ্গল সাফারি-সহ একাধিক অ্যাডভেঞ্চারের সুযোগ রয়েছে পর্যটকদের জন্য।

মিজোরাম বেড়াতে গেলে অবশ্যই ঘুরে দেখতে হবে রেইক। এটি হল মিজোরামের সর্ব্বোচ্চ পর্বতশৃঙ্গ। এখান থেকে মিজোরামের রাজধানী আইজল-সহ বিস্তীর্ণ এলাকা চোখে পড়ে। সঙ্গে মন-প্রাণ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য তো রয়েছেই। একইসঙ্গে আপনি পেয়ে যাবেন ট্রেকিংয়ের সুবিধাও। ছোট ছোট গ্রাম, সঙ্গে প্রকৃতি, নানা প্রজাতির পাখি সবমিলিয়ে রেইক এক অন্য রূপে ধরা দেবে।

ভানতাওং জলপ্রপাত, মিজোরামের সর্ব্বোচ্চ জলপ্রপাত। শুধু তাই নয়, সমগ্র উত্তর-পূর্ব ভারতের মধ্যে এটি ত্রয়োদশতম উচ্চতম জলপ্রপাত। ভানতাওং জলপ্রপাতকে বলা চলে এখানকার 'হিডেন জেম'।

ভানতাওং জলপ্রপাত, মিজোরামের সর্ব্বোচ্চ জলপ্রপাত। শুধু তাই নয়, সমগ্র উত্তর-পূর্ব ভারতের মধ্যে এটি ত্রয়োদশতম উচ্চতম জলপ্রপাত। ভানতাওং জলপ্রপাতকে বলা চলে এখানকার 'হিডেন জেম'।

রেল সূত্রে খবর, মিজোরামের ভৈরবী থেকে সাইরাং পর্যন্ত ৫১ কিলোমিটারের বেশি ব্রডগেজ লাইন বসানো হয়েছে। এই প্রকল্প ২০০৮ সালের। ২০১৪ সাল থেকে রেললাইন পাতার কাজ শুরু হয়। সদ্যই তা শেষ হওয়ায় অসম-মিজোরাম সীমানা লাগোয়া সাইরাং স্টেশন পর্যন্ত রেল পরিষেবা চালু হতে চলেছে। জানা যাচ্ছে, শিগগিরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার উদ্বোধন করবেন।

কলকাতা থেকে সোজা সাইরাং পর্যন্ত এক্সপ্রেস ট্রেন ছুটবে। রেল বোর্ডের ডিরেক্টর সঞ্জয় আর নীলমের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩৪৬ কিলোমিটার দূরত্ব এবার এক ট্রেনেই পৌঁছে যাওয়া যাবে। সময় লাগবে ৩১ ঘণ্টার একটু বেশি। কলকাতা স্টেশন থেকে রওনা হয়ে ট্রেনটি মালদহ টাউনে দাঁড়াবে। তারপর সোজা সাইরাং স্টেশন।