মায়ের সঙ্গে টলিপাড়ার অভিনেত্রী। ছোটবেলার ছবি দেখে একঝলকে বোঝা দায় যে তিনিই এই প্রজন্মের সেই জনপ্রিয় অভিনেত্রী।
টলিপাড়ায় এই প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে তিনি প্রথম সারির নায়িকা। তাঁর সোশাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যায় তাঁর জীবন বেশ 'হ্যাপেনিং'।
অভিনয় জগতে তিনি নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন নিজের পরিশ্রম ও যোগ্যতায়।
তবে এখনকার অভিনেত্রীর সঙ্গে তাঁর ছোতবেলার ছবিগুলি মেলানো দায়। নিষ্পাপ, সারল্য, মায়ায় ভরা ছবিগুলি যেন অভিনেত্রীর স্মৃতির দলিল।
মা আর দিদিকে ঘিরেই তাঁর জীবন। বোনের সঙ্গে হাসি মজা খুনসুটিতে ভরা ছবি মাঝেমাঝেই পোস্ট করেন নায়িকা।
মা আর দিদি ভালোবেসে ডাকেন পলিন নামেই। আর সেই পলিন হল আপনাদের সকলের পছন্দের অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।
মা শতরূপা সান্যাল নিজে একজন পরিচালক। ঋতাভরীর দিদি চিত্রাঙ্গদাও ফিল্মি দুনিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে।
বৃহস্পতিবার, ২৬ জুন ৩২ বছরে পা রাখলেন অভিনেত্রী ঋতাভরী। সোশাল মিডিয়ায় ভাগ করেছেন তাঁর বার্থডে স্পেশাল ফটোশুটের একটি ভিডিও। হাজারো অনুরাগী তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সেই পোস্টে।
বোনের জন্মদিনে আদুরে পোস্ট করেছেন চিত্রাঙ্গদাও। দুই বোনের বেশকিছু ছবি পোস্ট করে চিত্রাঙ্গদা লিখেছেন এমনই ' এই দিনে তাঁর জন্মদিন। আর সেই উপলক্ষ্যে প্রকৃতিও হাসতে শুরু করেছিল।
চলতি বছরেই দীর্ঘদিনের মনের মানুষ সুমিত অরোরার সঙ্গে বাগদান সেরেছেন ঋতাভরী। সদ্য তাঁর সঙ্গেই প্যারিস বেড়াতে যাওয়ার ছবিও পোস্ট করেছিলেন ঋতাভরী। চলতি বছরেই নাকি সারবেন বিয়েটাও।
এই জন্মদিনেরস্পেশাল ভিডিও শুটে সোশাল মিডিয়ায় ঠিক এই লুকেই ধরা দিয়েছেন ঋতাভরী চক্রবর্তী। সাজে রয়েছে রেট্রো লুকের টাচ।
ঋতাভরীর বোল্ড লুকে মজেন নেটিজেনরা এ বিষয়ে কোনও সন্দেহ নেই। তাঁর সম্মোহনী লুকে ঘায়েল নেটপাড়া।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.