বৃহস্পতিবারের সন্ধ্যায় আলো ঝলমল ইডেন গার্ডেন্স। কারণ এদিন ক্রিকেটের নন্দন কাননে হাজির হয়েছিলেন বলিউডের দুই তারকা আদিত্য রায় কাপুর এবং সারা আলি খান। তাঁদের স্বাগত জানালেন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়।
সারা আলি খান ও আদিত্যকে ফুলের বুকে দিয়ে স্বাগত জানান সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে তারকা দ্বয়ের হাতে তিনি তুলে দেন একটি বিশেষ স্মারক।
১৯৩৪ সাল থেকে বহু ঐতিহাসিক ম্যাচের সাক্ষী এই ইডেন গার্ডেন্স। সেই বছর থেকে কী কী আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হয়েছে এই মাঠে, সেসব খুঁটিনাটি তথ্যই উল্লেখ রয়েছে এই স্মারকে।
স্নেহাশিসের হাত থেকে এহেন স্মারক পেয়ে আপ্লুত সারা এবং আদিত্য। দু'জনই ধন্যবাদ জানান সৌরভ গঙ্গোপাধ্য়ায় এবং তাঁর দাদাকে।
তবে ঠিক কী কারণে তিলোত্তমায় আগমন দুই ক্রিকেটারের? আসলে সামনেই মুক্তি পাবে অনুরাগ কাশ্যপের 'মেট্রো ইন দিনো' ছবিটি। শোনা যাচ্ছে, মূলত সেই ছবির প্রচারের জন্যই শহরে এসেছেন তাঁরা।
তবে ইডেনে পৌঁছে গিয়েছিলেন বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের ম্যাচ উপভোগ করতে। সেখানেই সিএবি প্রেসিডেন্ট এবং সৌরভের সঙ্গে বসে বেশ খানিকক্ষণ আড্ডাও দেন বলিউডের দুই তারকা।
শোনা যাচ্ছিল, সৌরভের বাড়িতে তাঁর অতিথি হয়ে নাকি আসছেন সারা। কেউ কেউ বলছিলেন, সারাই হয়তো সৌরভের বায়োপিকে ডোনার চরিত্র করবেন। তাই তিনি মহারাজের বাড়ির বিশেষ অতিথি।
এর আগে বহু তারকা কলকাতায় মহারাজের বাড়ির বিশেষ অতিথি হিসাবে এসেছেন। সেই তালিকায় যোগ হল সারার নামও।
তবে সিএবির অফিসে বসে তাঁদের কী নিয়ে কথা হল সেসব বিষয়ে স্পিকটি নট তাঁরা। আর শেষমেশ সৌরভের বাড়ি গিয়েছেন কি না, সেখবর এখনও প্রকাশ্যে আসেনি।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.