Advertisement
Advertisement
Shefali Jariwala

মাত্র বিয়াল্লিশেই জীবনের ছন্দপতন, কত টাকার সম্পত্তি রেখে গেলেন শেফালি?

মাত্র ১৯ বছর বয়সেই পেয়েছিলেন তুমুল জনপ্রিয়তা।

আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার প্রয়াত হন 'কাঁটা লাগা' খ্যাত শেফালি জরিওয়ালা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর।

শুক্রবার রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। তাঁর স্বামী তাঁকে নিয়ে রওনা হন মুম্বইয়ের বেলভিউ হাসপাতালে। সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর এই মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না অনুরাগীরা।

স্রোতের বিপরীতে গিয়ে বিনোদন দুনিয়ার আরও একটা দিকের সঙ্গে দর্শক-শ্রোতাদের পরিচয় ঘটিয়েছিলেন শেফালিই।

সালটা ২০০২, 'কাঁটা লাগা' মিউজিক ভিডিওতে ঝড় তোলেন শেফালি। সেই সময়ের সাহসী এই মিউজিক ভিডিও তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। সেই ধারা আজও যে অব্যাহত তা অস্বীকার করার জো নেই।

মাত্র উনিশ বছর বয়সে এই মিউজিক ভিডিওতে কাজ করে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন শেফালি। এই মিউজিক ভিডিওর হাত ধরে আরও এক বিনোদনের মাধ্যমের সঙ্গে পরিচিত হন দর্শক।

তবে শুধু 'কাঁটা লাগা' গানেই নয়, এরপর বহু ছবি, সিরিজেও দেখা গিয়েছে শেফালিকে। অংশ নিয়েছিলেন 'নাচ বলিয়ে' ও 'বিগ বস'-এর মতো রিয়ালিটি শোয়ে। অন্যদিকে বড়পর্দায় কাজ করেছেন 'মুঝসে শাদি করোগি' ছবিতে একটি ছোট চরিত্রে।

পনেরো বছরের বেশি সময় কাজ করেছেন ফিল্মি দুনিয়ায়। ছবি, রিয়ালিটি শো, মিউজিক ভিডিও, লাইভ পারফরম্যান্সের পাশাপাশি বিভিন্ন বিপণির বিজ্ঞাপনে কাজ- এসব কিছু থেকেই একটি বিপুল অঙ্কের রোজগার করেছেন।

কত টাকার সম্পত্তি রেখে গেলেন শেফালি? সূত্রের খবর, মোট সাড়ে সাত কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তির মালকিন ছিলেন শেফালি।

শোনা যাচ্ছে, যার মধ্যে ইনস্টাগ্রাম-সহ বিভিন্ন সোশাল মিডিয়া প্রোমোশনের জন্যই ব্র্যান্ডগুলি থেকে প্রতি মাসে প্রায় ২৫ লক্ষ টাকা পারিশ্রমিক হিসাবে নিতেন শেফালি। (ছবি: শেফালি জরিওয়ালার সোশাল মিডিয়া)