Advertisement
Advertisement
Sonakshi Sinha

ধর্মের বেড়াজাল ভেঙে বিয়ে, জাহিরের সঙ্গে দাম্পত্যের প্রথম বছরে শ্বশুরবাড়ি থেকে কী পেলেন সোনাক্ষী?

বিবাহবার্ষিকীতে আদুরে পোস্ট সোনাক্ষীর।

২০২৪ সালের ২৩ জুন, দুই পরিবারকে সাক্ষী রেখে আইনি মতে বিয়ে করেছেন। সোনাক্ষী-জাহিরের ভিনধর্মী বিয়ে নিয়ে কম চর্চা হয়নি।

হিন্দু পরিবারের মেয়ে হয়ে মুসলিম পরিবারে বিয়ে করায় নেটপাড়ার রোষানলে পড়তে হয়েছিল সোনাক্ষী সিনহাকে। শোনা যায়, এই ভিনধর্মী বিয়ের জন্যই নাকি অভিনেত্রীর দুই ভাই লব-কুশ তাঁদের অনুষ্ঠানে অংশ নেননি!

তবে নেটপাড়ার নীতিপুলিশদের বুড়ো আঙুল দেখিয়ে ‘মিঞা-বিবি’ দিব্যি সুখের ঘরকন্না পেতেছেন। বারবার সোনাক্ষীকে বলতে শোনা গিয়েছে, তাঁদের বিয়ের মাঝে ধর্ম কখনও বাধা হয়ে দাঁড়ায়নি।

অভিনেত্রীর সোশাল মিডিয়ায় উঁকি দিলেই সুখের সংসারের ঝলক মেলে। দেখতে দেখতে বছর পার। বিবাহবার্ষিকীতে আদুরে পোস্ট সোনাক্ষীর।

ইনস্টাগ্রাম স্টোরিতে জাহিরের সঙ্গে ছবি শেয়ার করে লেখেন, "আমার ৮ বছরের প্রেমিক ও এক বছরের স্বামীকে শুভ বিবাহবার্ষিকী। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ যে দু'টি মানুষই এক।" পাশে হাসির ইমোজি।

আরও একটি ইনস্টাগ্রাম স্টোরিতে শ্বশুরবাড়ির লোকজনকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, "এই বিশ্বে আমার শ্বশুরবাড়ি সেরা। প্রথমে এমন একটা ছেলেকে দিয়েছেন। তারপর এত্ত ভালোবাসা।"

ইতিমধ্যেই সোনাক্ষী-জাহিরের বাড়িতে শুরু হয়ে গিয়েছে বিবাহবার্ষিকী উদযাপন। বিশেষ দিনে বেলুন, আলোতে মুড়েছে ঘর। সোশাল মিডিয়া পোস্টেই ধরা পড়েছে সে ছবি।